Header Ads

রাজ্য জুড়ে থানা ও এসপি অফিস ঘেরাও করার হুঁশিয়ারি দিলীপ ঘোষের

নজরবন্দি ব্যুরোঃ ফের বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মুখে হুঁশিয়ারি। এবার সরাসরি হুঁশিয়ারি দিলেন রাজ্যের পুলিশকে। মেদিনীপুরের সভা থেকে পুলিশকে হুঁশিয়ারি দিয়ে দিলীপ ঘোষ বলেন “আমাদের রাজ্যে কোনো গণতন্ত্র নেই, এখানে পুলিশ শাসক দলের দালাল। রাজ্যের আইন-শৃঙ্খলা বলে কোনো ব্যাপার নেই। আইনশৃঙ্খলার অবনতি দেখা দিয়েছে আমাদের এই রাজ্য পশ্চিমবঙ্গে। পুলিশের এই চরম ব্যর্থতায় রাজ্যে বাড়ছে সন্ত্রাস ও দুষ্কৃতীদের কার্যকলাপ।”
তারই প্রতিবাদে রাজ্যের প্রতিটি থানা ও এসপি অফিস ঘেরাওয়ের ডাক দিলেন বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। আগে একাধিকবার দিলীপ ঘোষকে হুঁশিয়ারি দিতে শোনা গিয়েছে। বরাবরই তাঁর নিশানায় উঠে এসেছে তৃণমূল সরকার। মেদনীপুরের সভা থেকেও কড়া ভাষায় পশ্চিমবঙ্গ সরকারকে সমালোচনা করেন দিলীপ ঘোষ। তিনি রাজ্যের পুলিশি ব্যবস্থা ভেঙে পড়েছে বলে মন্তব্য করেন। বিজেপি নেতা কর্মীদের কোন মিছিল মিটিং করতে দেওয়া হচ্ছে না বলে তিনি অভিযোগ করেন।
রাজ্যে অরাজকতা চলছে। আর এই অবস্থায় কোন কোন জায়গায় পুলিশ নিষ্ক্রিয় আবার কোন কোন জায়গায় পুলিশ অতি সক্রিয়। পুলিশি ব্যবস্থা ভেঙে পড়ায় পশ্চিমবঙ্গে কোন নিয়ম শৃঙ্খলা নেই তাই এর প্রতিবাদে বিজেপি কর্মী সমর্থকদের থানা ও এসপি অফিস ঘেরাও করে বিক্ষোভ ডাক দিয়েছেন তিনি। তবে তাঁর এ দিনের হুঁশিয়ারিতে বিজেপি কর্মী সমর্থকদের মনোবল অনেকটাই বাড়াবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষজ্ঞরা।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.