'আপনাকে বয়স্ক মনে হচ্ছে ',প্লাসটিক সার্জারি করিয়ে আক্রমনের মুখে শ্রুতি হাসান
নজরবন্দি ব্যুরো :সোশ্যাল মিডিয়াতে অভিনেতা অভিনেত্রীদের প্রায়ই আক্রমনের মুখে বা ট্রোল হয়ে হয়। এবার আক্রমনের মুখে পড়লেন কমল কন্যা শ্রুতি। প্লাস্টিক সার্জারি করে নিজেকে একেবারে পাল্টে ফেলেছেন তিনি। প্লাস্টিক সার্জারির পর অভিনেত্রী সোশ্যাল মিডিয়াতে ছবি পোস্ট করার সাথে সাথেই তাঁকে আক্রমনের মুখে পড়তে হয়।
কেউ বলেছেন প্লাস্টিক সার্জারির পর আপনাকে রোগা ও রুগ্ন লাগছে। আবার কেউ বলেছেন আপনাকে বয়স্ক লাগছে। এইসব কমেন্ট দেখে বেজায় চটে গেছেন কমল কন্যা। কমল কন্যা শ্রুতি বলেন, এই জীবনটা তাঁর নিজস্ব। তাই তাঁর যা ইচ্ছা হবে তাই তিনি করবেন। তাঁর নিজের শরীর তাই তারা যা ইচ্ছা তাই করবেন তিনি। তা শ্রুতি প্রথম অভিনেত্রী নয় জেক শরীর পরিবর্তনের জন্য ট্রোল হতে হল। এর আগেও সার্জারি নিয়ে করিনা কাপুর,ঐশ্বর্য রাই বচ্চন ,দীপিকা পাডুকন কেও আক্রমনের মুখে পড়তে হয়।
কেউ বলেছেন প্লাস্টিক সার্জারির পর আপনাকে রোগা ও রুগ্ন লাগছে। আবার কেউ বলেছেন আপনাকে বয়স্ক লাগছে। এইসব কমেন্ট দেখে বেজায় চটে গেছেন কমল কন্যা। কমল কন্যা শ্রুতি বলেন, এই জীবনটা তাঁর নিজস্ব। তাই তাঁর যা ইচ্ছা হবে তাই তিনি করবেন। তাঁর নিজের শরীর তাই তারা যা ইচ্ছা তাই করবেন তিনি। তা শ্রুতি প্রথম অভিনেত্রী নয় জেক শরীর পরিবর্তনের জন্য ট্রোল হতে হল। এর আগেও সার্জারি নিয়ে করিনা কাপুর,ঐশ্বর্য রাই বচ্চন ,দীপিকা পাডুকন কেও আক্রমনের মুখে পড়তে হয়।


No comments