Header Ads

করোনা আতঙ্কে আতঙ্কিত গোটা বিশ্ব, হুড়মুড়িয়ে পড়ল সেনসেক্স

নজরবন্দি ব্যুরো: করোনা আতঙ্ক আতঙ্কিত প্রতিটা দেশ। এবার করোনার থাবা শেয়ার বাজারে। বাজার খোলার পরপরই হুড়মুড়িয়ে পড়ল সেনসেক্স এবং নিফটি সূচক।
এক ধাক্কায় সেনসেক্স পড়ল ১০০০ পয়েন্ট। এর পাশাপাশি নিফটিও নামল ৩০০ পয়েন্টের বেশি। শেয়ার বিশেষজ্ঞরা এই দিনটিকে 'ব্ল্যাক ফ্রাইডে' হিসাবে চিহ্নিত করছেন।

গোটা বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। আতঙ্কে ভুগছে চিন-সহ একাধিক দেশ। আর তার জেরেই বিশ্ব বাজারেও বড় রকমের পতন দেখা গেল। মার্কিন সূচক ডাউ জোনস পড়ে ১,১৯০ পয়েন্ট। ঐতিহাসিক পতন বলে মনে করছে শেয়ার বিশেষজ্ঞরা।
জার্মানির ড্যাক্স , জাপানের নিকি , হ্যাংসেং সূচকের বড় ধস নামে। বলা ভাল, বিশ্বের প্রায় সব দেশের শেয়ার সূচক ছিল এখন নিম্নগামী। বিশেষজ্ঞরা বলছেন, ২০০৮ সালের পর এই প্রথম এমন মন্দা লক্ষ্য করা যাচ্ছে। এই পতনের কারণ কি? চিনের অর্থ নীতিতে ব্যাপক ধ্বস আশায় তার প্রভাব পড়েছে গোটা বিশ্বের অর্থ নীতিতে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.