চুপিচুপি বিয়ে করে ফেললেন পায়েল-জয়ী
নজরবন্দি ব্যুরো :চুপিচুপি বিয়ে করে ফেললেন অভিনেত্রী পায়েল সরকার। আর বিয়ে যাকে করেছেন তিনি ও পরিচিত মুখ। 'হৃদয়হরণ বিএপাস' ধারাবাহিকের নায়ক জয়ী দেবরায় কে বিয়ে করলেন পায়েল। তাঁদের বিয়ের ছবি উঠে এসেছে সোশ্যাল মিডিয়াতে নীল-সোনালি রঙের লেহেঙ্গায় পায়েল। এছাড়া এই ছবিতে দেখা যাচ্ছে টলিপাড়ার একাধিক তারকা কে।
দেখা যাচ্ছে বনি-কৌশানী ও পরিচালক অভিজিত্ দাশগুপ্ত সুদেষ্ণা রায় কে। তাঁদের ছবিতে কমেন্টে শুভেচ্ছা বার্তার ঝড় নেমেছে। অন্যদিকে না জানিয়ে বিয়ে করে নেওয়ার জন্য তাঁদের ভক্তরা একটু রাগ ও করেছে। তবে এই বিয়ের সত্যতা নিয়ে অনেকেই সন্দেহ করেছে। তা বিয়ের সত্যতা ফাঁস করলেন জয়ী নিজে। তিনি এই ছবি আপলোড করে ক্যাপশনে লেখেন আগামী ছবি 'বিয়ে ডট কম'-এর জন্য আমি বরবেশ। তাঁদের নতুন ছবির জন্যই তাঁরা দুজনে জুটি বাঁধছেন।শুর্টিং এর শেষ দিনে ছবির ফুল টিম মিলে একটা ছবি তুলেছিলেন।
দেখা যাচ্ছে বনি-কৌশানী ও পরিচালক অভিজিত্ দাশগুপ্ত সুদেষ্ণা রায় কে। তাঁদের ছবিতে কমেন্টে শুভেচ্ছা বার্তার ঝড় নেমেছে। অন্যদিকে না জানিয়ে বিয়ে করে নেওয়ার জন্য তাঁদের ভক্তরা একটু রাগ ও করেছে। তবে এই বিয়ের সত্যতা নিয়ে অনেকেই সন্দেহ করেছে। তা বিয়ের সত্যতা ফাঁস করলেন জয়ী নিজে। তিনি এই ছবি আপলোড করে ক্যাপশনে লেখেন আগামী ছবি 'বিয়ে ডট কম'-এর জন্য আমি বরবেশ। তাঁদের নতুন ছবির জন্যই তাঁরা দুজনে জুটি বাঁধছেন।শুর্টিং এর শেষ দিনে ছবির ফুল টিম মিলে একটা ছবি তুলেছিলেন।


No comments