Header Ads

রাজ্যের কয়েক হাজার স্কুলে কম্পিউটার প্রশিক্ষক নিয়োগ!

নজরবন্দি ব্যুরো: সরকারি স্কুলগুলিতে কম্পিউটার প্রশিক্ষণের ওপর জোর দেবার কথা আগেই জানান হয়েছিল। এবার তাই কম্পিউটার প্রশিক্ষণের জন্য ইনস্ট্রাক্টরর পদে প্রার্থী নিয়োগ করতে চলেছে রাজ্য শিক্ষা দফতর।
জানা  গিয়েছে, সরকার অধীনস্থ ওয়েবেল ইনফরম্যাটিকস লিমিটেডের তত্ত্বাবধানে রাজ্যের মোট ৩,৫০০টি স্কুলে আইসিটি স্কুল প্রকল্প বাস্তবায়ন করা হবে।
প্রাথমিক ভাবে ২৪৪৪ টি স্কুলে প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে আইএল অ্যান্ড এফএস এডুকেশন অ্যান্ড টেকনোলজি সার্ভিসেস লিমিটেডকে। আর এই উদ্যোগের অংশ হিসাবে প্রতিটি স্কুলে একটি করে আইসিটি ল্যাব প্রস্তুত তৈরি করা হবে। যেখানে পড়ুয়ারা কম্পিউটার প্রশিক্ষণের সঙ্গে শিক্ষকদেরও আইটি স্কিল প্রশিক্ষণের জন্য ল্যাব পরিচালনার দায়িত্বে প্রতিটি স্কুলে একজন করে স্কুল কো-অর্ডিনেটর নিযুক্ত হবেন।
একই সাথে স্কুলগুলির প্রয়োজন অনুসারে যোগ্য প্রার্থীদের স্কুল কোঅর্ডিনেটর পদে আবেদনের জন্য বিজ্ঞপ্তি জারি করা হতে পারে। ওই সংস্থা সম্পূর্ণভাবে একটি নিয়োগ প্রক্রিয়া শুরু করবে। ইচ্ছুক প্রার্থীদের অনলাইন আবেদন গ্রহণ, লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ নিতে পারবে এবং এর পাশাপাশি পদের জন্য আবেদনকারী প্রার্থীকে প্রশিক্ষণও দেবে।
প্রার্থীদের স্নাতক হওয়া বাধ্যতামূলক।
বিসিএ, ডিওইএসিসি, সমতুল্য ইনস্টিটিউট থেকে আইটি ডিপ্লোমা সহ স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হতে হবে। কম্পিউটারের জ্ঞান থাকার পাশাপাশি বিএড ডিগ্রি থাকলে বাড়তি সুবিধা পাবেন পরীক্ষার্থীরা।

প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক স্কুলগুলির ক্ষেত্রে ১ বছর, আর উচ্চমাধ্যমিক স্কুলগুলির জন্য ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.