দশ বছরের বিবাহিত জীবনের ইতি টানলেন কঙ্কনা সেনশর্মা ও অভিনেতা রণবীর শোরে
নজরবন্দি ব্যুরো :২০১০ সালের সেপ্টেম্বর মাসে বিয়ে করেছিলেন কঙ্কনা ও রণবীর।২০১৫ সাল থেকেই সম্পর্কে দূরত্ব আসা শুরু হয়। সেই সময়ে থেকেই আলাদা থাকতে শুরু করেন দুজনে। অবশেষে তাঁরা স্বেচ্ছায় বেছে নিচ্ছেন বিচ্ছেদের রাস্তা।
২০১১ সালে তাঁদের একটি পুত্র সন্তান ও হয়। তাঁদের ছেলের নাম হারুন। নিজের সম্পর্কের চিড় ধরার কথা ও আগেই জানিয়েছেন তাঁরা। এবং রণবীর তাঁদের এই সম্পর্ক খারাপ হওয়ার কারণ হিসেবে নিজেকেই দায়ী করেন। ২০১৫সালে টুইট করে কঙ্কনা নিজে জানান,আমি আর রণবীর আলোচনা করে আলাদা হয়ে যাচ্ছি। কিন্তু আমরা বন্ধুত্ব রাখবো। আর সন্তান আমাদের দুজনের তাই আমরা দুজনেই সম্পর্ক রাখবো সন্তানের সাথে। তবে তাঁদের সম্পর্কের বিচ্ছেদের কারণ কি সেটা এখনও জানা যায়নি।
২০১১ সালে তাঁদের একটি পুত্র সন্তান ও হয়। তাঁদের ছেলের নাম হারুন। নিজের সম্পর্কের চিড় ধরার কথা ও আগেই জানিয়েছেন তাঁরা। এবং রণবীর তাঁদের এই সম্পর্ক খারাপ হওয়ার কারণ হিসেবে নিজেকেই দায়ী করেন। ২০১৫সালে টুইট করে কঙ্কনা নিজে জানান,আমি আর রণবীর আলোচনা করে আলাদা হয়ে যাচ্ছি। কিন্তু আমরা বন্ধুত্ব রাখবো। আর সন্তান আমাদের দুজনের তাই আমরা দুজনেই সম্পর্ক রাখবো সন্তানের সাথে। তবে তাঁদের সম্পর্কের বিচ্ছেদের কারণ কি সেটা এখনও জানা যায়নি।

No comments