'পেহেলা নাশা ' গানে নাচলেন দুই বোন শিল্পা-শামিতা,দেখুন ভাইরাল ভিডিও
নজরবন্দি ব্যুরো : দুই বোনের নাচের ভিডিও ভাইরাল হল হু হু করে। অভিনেত্রী শিল্পা শেঠির বোন শামিতা শেঠি পা দিলেন ৪১ এ। আর শামিতার বার্থডে পার্টিতে 'পহেলা নাশা' গানেও নাচলেন দুই বোন শিল্পা শামিতা। তাঁদের নাচ সাধারণ মানুষের পাশাপাশি পার্টিতে উপস্থিত অথিতিদের ও মন কেড়েছে।
অথিতিরাও দুই বনের নাচ কে প্রশংসা করেছেন। মহাব্বাতে, জেহর এর মত বেশ কিছু জনপ্রিয় ছবিতে অভিনয় করলেও বলিউডে দিদি শিল্পার মত জনপ্রিয় হতে পারেননি বোন শমিতা।অন্যদিকে দিদি শিল্পা ছেলে ভিয়ানের জন্মের পর বড়পর্দা থেকে বেশ কিছু দিন বিরতী নিয়েছেন। বর্তমানে শিল্পাকে যোগা, জিম, রিয়েলিটি শোয়ের বিচারকের ভূমিকায় দেখা।
তবে শিল্পা হাঙ্গামা টু ছবি দিয়ে আবার বলিউডে কাম ব্যাক করছেন। এই ছবিতে তিনি পরেশ রাওয়ালের বিপরীতে অভিনয় করছেন।হাঙ্গামা টু নিয়ে শিল্পের ভক্তেরা খুবই উচ্ছাসিত। দুই বোনের নাচের ভিডিও দেখতে হলে নিচের লিঙ্কে ক্লিক করুন।
https://www.instagram.com/p/B8Ey8mxn4JO/?utm_source=ig_embed
অথিতিরাও দুই বনের নাচ কে প্রশংসা করেছেন। মহাব্বাতে, জেহর এর মত বেশ কিছু জনপ্রিয় ছবিতে অভিনয় করলেও বলিউডে দিদি শিল্পার মত জনপ্রিয় হতে পারেননি বোন শমিতা।অন্যদিকে দিদি শিল্পা ছেলে ভিয়ানের জন্মের পর বড়পর্দা থেকে বেশ কিছু দিন বিরতী নিয়েছেন। বর্তমানে শিল্পাকে যোগা, জিম, রিয়েলিটি শোয়ের বিচারকের ভূমিকায় দেখা।
https://www.instagram.com/p/B8Ey8mxn4JO/?utm_source=ig_embed

No comments