করোনার থাবা এবার কলকাতায়, আতঙ্কে রাজ্যবাসী
নজরবন্দি ব্যুরোঃ খাস কলকাতার বুকে এবার করোনা আতঙ্ক। আগেই দেশের দুজনের দেহে মারণ ভাইরাস করোনার জীবাণু মেলায় আতঙ্ক বেড়েছে। আন্তর্জাতিক বিমানবন্দর গুলিতে চিকিৎসকদের বিশেষ টিম যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষার কাজ শুরু করেছে। ইতিমধ্যে চিন থেকে বেশ কিছু ভারতীয় নাগরিক ও পড়ুয়াদের ফিরিয়ে এনেছে ভারত সরকার। ২৩ জানুয়ারি চিন থেকে ভারতে একটি বিমান আসে।
সেই বিমান থেকে নামা কেরলের এক যুবকের দেহে করোনার জীবাণু মেলে। সেই বিমানেই কয়েকজন চিনা নাগরিক ছিলেন। ৫ যাত্রী বাঙালি ছিলেন। ইতিমধ্যেই স্বাস্থ্য দপ্তরের তরফে তাঁদেরকে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। রক্তের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। শুধু তাই নয় মহানগরের বাইরে জেলা থেকেও তিন জনকে শনাক্ত করে বেলেঘাটা আইডি হাসপাতালে আনা হচ্ছে.
করোনা যাতে আমাদের রাজ্যে থাবা বসাতে না পারে সে জন্য স্বাস্থ্য দপ্তর থেকে তৎপরতা শুরু হয়েছে। ৬টি মেডিক্যাল কলেজ ও ট্রপিক্যাল মেডিসিনে করোনা রুখতে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সেই বিমান থেকে নামা কেরলের এক যুবকের দেহে করোনার জীবাণু মেলে। সেই বিমানেই কয়েকজন চিনা নাগরিক ছিলেন। ৫ যাত্রী বাঙালি ছিলেন। ইতিমধ্যেই স্বাস্থ্য দপ্তরের তরফে তাঁদেরকে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। রক্তের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। শুধু তাই নয় মহানগরের বাইরে জেলা থেকেও তিন জনকে শনাক্ত করে বেলেঘাটা আইডি হাসপাতালে আনা হচ্ছে.

No comments