টি-20 তে বুমরার বিশ্ব রেকর্ড
নজরবন্দি ব্যুরোঃ জশপ্রীত বুমরা, ভারতীও দলের প্রধান ফাস্ট বোলার। চোটের পরে আবার আন্তর্জাতিক ক্রিকেটে স্বমহিমায় ফিরেছেন তিনি। এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফিরেই এক অমুল্য বেকর্ড গড়লেন তিনি। কি সেই রেকর্ড? টি-টুয়েন্টি ক্রিকেটে তিনি পেলেন সাতটি মেডেন ওভার। বিশ্ব টি-টুয়েন্টি ক্রিকেটে প্রথম বোলার হিসেবে।
বুমরা এই রেকর্ড করেছেন ৫০তম ম্যাচের ৪৯তম ইনিংসে ১৭৯.১ ওভারে। যা এখন পর্যন্ত বিশ্বে প্রথম। এর আগে অবশ্য সবচেয়ে বেশি মেডেন পাওয়ার রেকর্ড ছিল শ্রীলঙ্কার নুয়ান কুলসেকরার। তিনি ৬টি মেডেন পেয়েছিলেন, ৫৮টি ম্যাচে। এবার বুম বুম বুমরা তাকেও পেরিয়ে এই রেকর্ডের মালিক হলেন। উল্লেখ্য গত রবিবার, নিউজিল্যান্ডকে টি-টুয়েন্টি সিরিজে ৫-০ তে হারিয়েছে টিম ইন্ডিয়া। এর প্রধান কারিগর কিন্তু বুমরা।
বুমরা এই রেকর্ড করেছেন ৫০তম ম্যাচের ৪৯তম ইনিংসে ১৭৯.১ ওভারে। যা এখন পর্যন্ত বিশ্বে প্রথম। এর আগে অবশ্য সবচেয়ে বেশি মেডেন পাওয়ার রেকর্ড ছিল শ্রীলঙ্কার নুয়ান কুলসেকরার। তিনি ৬টি মেডেন পেয়েছিলেন, ৫৮টি ম্যাচে। এবার বুম বুম বুমরা তাকেও পেরিয়ে এই রেকর্ডের মালিক হলেন। উল্লেখ্য গত রবিবার, নিউজিল্যান্ডকে টি-টুয়েন্টি সিরিজে ৫-০ তে হারিয়েছে টিম ইন্ডিয়া। এর প্রধান কারিগর কিন্তু বুমরা।

No comments