Header Ads

মহাত্মা গান্ধীকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন বিজেপি সাংসদ!

নজরবন্দি ব্যুরো: ফের বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার। মহাত্মা গান্ধীর নিয়ে এই বিতর্কিত মন্তব্য করলেন বিজেপি সাংসদ অনন্তকুমার হেগড়ে। এ বার দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস প্রসঙ্গে বলতে গিয়ে কর্নাটকের ওই বিজেপি নেতা নিশানা করেছেন মহাত্মা গান্ধীকে। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর মন্তব্য, মহাত্মা গান্ধীর স্বাধীনতা সংগ্রাম আসলে নাটক।

সম্প্রতি বেঙ্গালুরুতে একটি অনুষ্ঠানে স্বাধীনতা সংগ্রামে মহাত্মা গান্ধীর ভূমিকা সম্পর্কে বলতে গিয়ে বিতর্ক এই মন্তব্য করেন অনন্তকুমার। সংবাদ সংস্থা ANI জানাচ্ছে, অনন্তকুমার বলেন, ''ব্রিটিশ শাসকের অনুমতি এবং সমর্থনে স্বাধীনতা সংগ্রামের নামে নাটক অনুষ্ঠিত হয়েছিল।" এর পরে তিনি আরও বলেন,''এই তথাকথিত নেতাদের এক বারও মারধর করেনি পুলিশ। তাঁদের স্বাধীনতা সংগ্রাম ছিল আসলে একটি বড়সড় লোকদেখান নাটক। ওটা আসল স্বাধীনতা সংগ্রাম ছিল না। এটা লোক দেখানো স্বাধীনতার লড়াই ছিল।''

মহাত্মা গান্ধীর অনশন আন্দোলন এবং সত্যাগ্রহ আন্দোলনকেও নাটক বলে চিহ্নিত করেছেন অনন্তকুমার। তাঁর মতে, ''মানুষ কংগ্রেসকে সমর্থন করে এবং বলে, ভারত স্বাধীনতা পেয়েছে তার কারণ আমরণ অনশন এবং সত্যাগ্রহ। কিন্তু, তা ঠিক নয়। ব্রিটিশরা সত্যাগ্রহের ভয়ে এ দেশ ছাড়েনি। ব্রিটিশরা হতাশ হয়েই আমাদের দেশ ছেড়েছে।'' এর পরেই দর্শকদের নিজের উপলব্ধি-র কথা শোনান তিনি। বলেন, ''আমার রক্ত ফুটতে শুরু করে যখন আমি ইতিহাস পড়ি। এমন মানুষকে আমাদের দেশে মহাত্মা বলা হয়।''


No comments

Theme images by lishenjun. Powered by Blogger.