জামিয়ায় গুলি চলানোর ঘটনায় কেন্দ্রকে ভৎসনা ওয়েইসির
নজরবন্দি ব্যুরোঃ দিল্লীর জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে গুলি চলার ঘটনায় তীব্র নিন্দা করে কেন্দ্র সরকারের ভূমিকা নিয়ে কড়া ভাষায় সমালোচনা করলেন হায়দ্রাবাদের সাংসদ তথা মিম নেতা আসাদউদ্দিন ওয়েইসি। কেন্দ্রের মোদী সরকারকে নৃশংস বলে ভৎসনা করেন মিম নেতা। রবিবার রাতে ফের দুই দুষ্কৃতী এসে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে। তবে কোন ছাত্রই আহত হননি।
এই ঘটনার পর থেকে সংশোধিত নাগরিকত্ব আইন ও জাতীয় নাগরিক পঞ্জীর প্রতিবাদে আন্দোলন আরও বড় আকার ধারন করেছে। সিএএ বিরোধী ছাত্রদের এই আন্দোলনে পাশে থাকবেন বলে জানিয়েছেন ওয়েইসি। ওয়েইসির এই ধারালো সমালোচনার সমর্থন জানিয়েছে কংগ্রেস। সংসদের মধ্যেই মোদী সরকারকে কার্যত এক হাত নিলেন মিম নেতা।
সংসদে অনুরাগ ঠাকুর বলতে উঠলে বিরোধীরা শাহিনবাগ নিয়ে ব্যাপক শ্লোগান দিতে থাকেন। বিরোধীরা এক যোগে বিজেপি নেতৃত্বদের কটাক্ষ করতে শুরু করেন। সংসদে কিছুটা অচল অবস্থা তৈরি হলেও পরে পরিস্থিতি স্থিতিশীল হয়। তবে যেভাবে বারংবার সিএএ বিরোধী আন্দোলনে পড়ুয়াদের টার্গেট করছে কেন্দ্রের শাসকদল আশ্রিত দুষ্কৃতীরা তাতে শিক্ষাঙ্গনে পড়ুয়াদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন দেশের বুদ্ধিজীবীরা।
এই ঘটনার পর থেকে সংশোধিত নাগরিকত্ব আইন ও জাতীয় নাগরিক পঞ্জীর প্রতিবাদে আন্দোলন আরও বড় আকার ধারন করেছে। সিএএ বিরোধী ছাত্রদের এই আন্দোলনে পাশে থাকবেন বলে জানিয়েছেন ওয়েইসি। ওয়েইসির এই ধারালো সমালোচনার সমর্থন জানিয়েছে কংগ্রেস। সংসদের মধ্যেই মোদী সরকারকে কার্যত এক হাত নিলেন মিম নেতা।

No comments