Header Ads

স্নাতক বেকারদের জন্য বড় খবর, ৫০০০ টাকা করে ভাতা দেবে সরকার

নজরবন্দি ব্যুরো: বেকারদের জন্য বড় খবর। এবার বেকার যুবক-যুবতীদের মাসে পাঁচ হাজার টাকা ভাতা দেবে সরকার। বেকারদের জন্য এমন ভাবে ঢালাও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এই খবরে খুশি চাকরি প্রার্থীদের একটা বড় অংশ। তবে এই সুবিধা পেতে গেলে প্রার্থীদের অবশ্যই স্নাতক হতে হবে।
সামনেই দিল্লি বিধানসভা নির্বাচন। এই নির্বাচনের আগে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করল কংগ্রেস। দিল্লি কংগ্রেসের সভাপতি সুভাষ চোপড়া আনুষ্ঠানিকভাবে ইস্তেহারটি প্রকাশ করেন। উপস্থিত ছিলেন অজয় মাকেন সহ একাধিক কংগ্রেস নেতা।
একা ১৫ বছর প্রায় বিরোধী শূন্য অবস্থাতেই দিল্লিতে রাজত্ব করেছে কংগ্রেস। সেই হারিয়ে যাওয়া সাম্রাজ্য উদ্ধারে এই ঘোষণা করেছে কংগ্রেস নেতৃত্ব। নির্বাচনী ইস্তেহারে বলা হয়েছে, স্নাতকদের মাসে ৫০০০ টাকা করে ভাতা দেওয়া হবে। স্নাতকোত্তর বেকারদের দেওয়া হবে ৭৫০০ টাকা। এছাড়া স্নাতকোত্তর বেকারদের নতুন উদ্যোগ শুরু করার জন্য ৫০০০ টাকা আর্থিক সাহায্যের করার কথা বলা হয়েছে।


No comments

Theme images by lishenjun. Powered by Blogger.