Header Ads

বিতর্ককে সরিয়ে ফের শিক্ষক নিয়োগ শুরু করল কমিশন!

নজরবন্দি ব্যুরো: ফের রাজ্যে শিক্ষক নিয়োগ হতে চলেছে। এবার ১২ টি প্রধান শিক্ষক পদে নিয়োগের সুপারিশ করল মাদ্রাসা সার্ভিস কমিশন। রবিবার সল্টলেকের আজাদ ভবনে কাউন্সেলিংয়ের মাধ্যমে ১২ জন শিক্ষককে প্রধান শিক্ষক হিসাবে নিয়োগপত্র দেওয়ার জন্য মাদ্রাসার ম্যানেজিং কমিটিকে সুপারিশ করেছে কমিশন।
এই প্রসঙ্গে বলে রাখা ভাল, এদিন যাদের প্রধান শিক্ষক পদে নিয়োগের কমিশন সুপারিশ করেছে সেটা ২০১২ সালের নিয়োগ প্রক্রিয়া। মামলার কারণে এই নিয়োগ আটকে ছিল। সম্প্রতি শীর্ষ আদালত জানিয়ে দেয় মাদ্রাসাতে নিয়োগ করার ক্ষমতা সার্ভিস কমিশনের হাতেই থাকবে।
সাংবিধানিক ভাবে নিয়োগের ব্যাপারে মাদ্রাসা সার্ভিস কমিশন সংখ্যালঘুদের অধিকার ক্ষুণ্ণ করছে না। সুপ্রিম কোর্ট চূড়ান্ত রায় প্রকাশের পরেই আটকে থাকা প্রক্রিয়াগুলি শেষ করার লক্ষ্যে কাজ শুরু করেছে। প্রথম ধাপ হিসাবে আটকে থাকা প্যানেল ভুক্ত ১২ শিক্ষকের প্রধান শিক্ষক হিসাবে নিয়োগ প্রক্রিয়া এদিন সম্পন্ন করল কমিশন।


No comments

Theme images by lishenjun. Powered by Blogger.