তেলের পাইপ লাইনে বিস্ফোরণ, হুশ নেই কর্তৃপক্ষের
নজরবন্দি ব্যুরোঃ নদী জ্বলছে। কিন্তু কর্তৃপক্ষের তরফে নেওয়া হয়নি কোন ব্যবস্থা। অসমের ডিব্রুগড়ের সাসনি গ্রামের নাহারকাটিয়ায় বুড়ি দিহিং নদীতে বেশ কয়েকদিন ধরেই আগুন জ্বলছে। এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছে এলাকার বাসিন্দারা। শুরুতেই আগুন লাগার কারণ জানা না গেলেও, পরে তা জানা সম্ভব হয়েছে। নদীর নিচে থাকা তেলের পাইপ লাইনের বিস্ফোরণ হওয়ার ফলেই এই আগুন।
স্থানীয় সূত্রে খবর, অয়েল ইন্ডিয়া লিমিটেডের ডুলিয়াজান প্ল্যান্ট থেকে তেলের একটি পাইপ ওই নদীর তলা দিয়ে গেছে। সেই পাইপ ফেটে যাওতেই এই ঘটনা ঘটেছে। তিন দিন আগে স্থানীয় বাসিন্দারা নদীতে আগুন জ্বলছে লক্ষ করেন। তাঁর পরে এই আগুন নেভাতে উদ্যোগী হয় অসম সরকার ও বিভিন্ন কেন্দ্রীয় সংস্থা। কিন্তু তারা আগুন নেভাতে পারেনি। অন্য দিকে অয়েল ইন্ডিয়া লিমিটেড কর্তৃপক্ষের তরফে কোন রকম ব্যবস্থা বেওয়া হয়নি এই বিষয়ে।
স্থানীয় সূত্রে খবর, অয়েল ইন্ডিয়া লিমিটেডের ডুলিয়াজান প্ল্যান্ট থেকে তেলের একটি পাইপ ওই নদীর তলা দিয়ে গেছে। সেই পাইপ ফেটে যাওতেই এই ঘটনা ঘটেছে। তিন দিন আগে স্থানীয় বাসিন্দারা নদীতে আগুন জ্বলছে লক্ষ করেন। তাঁর পরে এই আগুন নেভাতে উদ্যোগী হয় অসম সরকার ও বিভিন্ন কেন্দ্রীয় সংস্থা। কিন্তু তারা আগুন নেভাতে পারেনি। অন্য দিকে অয়েল ইন্ডিয়া লিমিটেড কর্তৃপক্ষের তরফে কোন রকম ব্যবস্থা বেওয়া হয়নি এই বিষয়ে।

No comments