Header Ads

কলকাতার সোনাগাছিতে এবার মিলবে পুরুষ যৌনকর্মীও

নজরবন্দি ব্যুরোঃ মহিলা যৌনকর্মীদের রমরমার কথা সবায়েরই জানা। বিশেষ করে শহর কলকাতার বুকে প্রকাশ্যে দাঁড়িয়ে খদ্দের ধরতে দেখা যায় যৌনকর্মীদের। কিন্তু কলকাতাতেই এবার দেখা মিলবে জিগোলোদের। মহানগরীর সবচেয়ে বড় যৌনপল্লি শোভাবাজারের সোনাগাছি। এতদিন ধরে সোনাগাছিতে দেখা মিলত মহিলা যৌন কর্মীদের।
তবে এবার মহিলাদের পাশাপাশি দেখা মিলবে পুরুষদেরও। কলকাতায় অনেক আগেই বিভিন্ন সাইটের মাধ্যমে পুরুষ যৌনকর্মী কিংবা জিগোলোদের সঙ্গে যোগাযোগ করা যেত। কিন্তু এখন থেকে কোন সাইট ছাড়াই পুরুষ যৌনকর্মীদেরও দেখা মিলবে সোনাগাছিতে। দিনদিন মানুষের মধ্যে যৌন চাহিদা বেড়েই চলেছে দিন দিন। এসকট পরিষেবাও বাড়ছে দিনদিন। কলকাতার বুকে তরুণ-তরুণীদের মধ্যে চাহিদা বাড়ছে। বিশেষ করে বাইরে থেকে আসা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের মধ্যে এই রঙিন মাধ্যমে আসতে খুবই আগ্রহ থাকে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.