সোনার দামে বড়সড় পতন
নজরবন্দি ব্যুরোঃ আবার ২২ ও ২৪ ক্যারাট সোনার দামে এসেছে বড়সড় পতন।ফলে মধ্যবিত্তদের সংসারে খুশির হাওয়া।কলকাতায় ২২ ক্যারাট সোনার ১ গ্রামের দাম ৪,০৯৮ তাকা[৭১ টাকা কমেছে].৮ গ্রামের দাম৩২,৭৮৪ তাকা[কমেছে ৫৬৮ তাকা],১০ গ্রামের দাম ৪০,৯৮০ টাকা [কমেছে ৭১০ তাকা],১০০ গ্রামের দাম ৮,০৯,৮০০ টাকা [কমেছে ৭,১০০ টাকা]।সব মিলিয়ে ১৫ হাজারেরও বেশি সোনার দাম কমেছে।এক ধাক্কায় এতখানি দাম কমবে তা রীতিমত অবাক করে দিয়েছে মধ্যবিত্তদের।

No comments