দিল্লির পরিস্থিতি নিয়ে টুইট করে আক্রমনে মুখে জাবেদ আখতার
নজরবন্দি ব্যুরো :দিল্লির হিংসা নিয়ে মুখ খুললো বলিউডের সংগীতকার জাভেদ আখতার।এই নিয়ে প্রশ্ন তুললো জাভেদ আখতার তিনি বলেন,কত লোক মারা গেছে আরো কত লোক আহত হয়েছে ,কত বাড়ি জ্বলছে,কিন্তু পুলিশের সেই সব দিকে নজর নেই।
পুলিশ শুধুমাত্র একজনের বাড়ি হানা দিয়েছে আর গৃহকর্তা কে খুঁজছে। কেন শুধুমাত্র AAP নেতা তাহির হোসেন কেই পুলিশ খুঁজছে। এই টুইট দেখে নেটস্যাভিরা একরূপ আক্রমন করেন জাভেদ কে। তাঁর টুইটের প্রতিক্রিয়ায় বলা হয় একজন দোষীর হয়ে কেন কথা বলছেন ?এইরূপ প্রশ্ন তুলছে অনেকে। এর পর জাভেদ আখতার আবারো লেখেন,আমার লেখাটা কে আপনারা বিকৃত করছেন। আমি বলেছি কেন তাহিরের অর্থাৎ কেন শুধুমাত্র তাহির কে পুলিশের সামনে দাঁড়িয়ে যারা হিংসা ছড়াচ্ছিল তাদের বিরুদ্ধে কেন এফআইআর দায়ের হল না। তিনি শুধুমাত্র দিল্লির পুলিশদের নিয়ে প্রশ্ন তুলছে।
পুলিশ শুধুমাত্র একজনের বাড়ি হানা দিয়েছে আর গৃহকর্তা কে খুঁজছে। কেন শুধুমাত্র AAP নেতা তাহির হোসেন কেই পুলিশ খুঁজছে। এই টুইট দেখে নেটস্যাভিরা একরূপ আক্রমন করেন জাভেদ কে। তাঁর টুইটের প্রতিক্রিয়ায় বলা হয় একজন দোষীর হয়ে কেন কথা বলছেন ?এইরূপ প্রশ্ন তুলছে অনেকে। এর পর জাভেদ আখতার আবারো লেখেন,আমার লেখাটা কে আপনারা বিকৃত করছেন। আমি বলেছি কেন তাহিরের অর্থাৎ কেন শুধুমাত্র তাহির কে পুলিশের সামনে দাঁড়িয়ে যারা হিংসা ছড়াচ্ছিল তাদের বিরুদ্ধে কেন এফআইআর দায়ের হল না। তিনি শুধুমাত্র দিল্লির পুলিশদের নিয়ে প্রশ্ন তুলছে।

No comments