Header Ads

আবারও গুরুতর অসুস্থ ঋষি কাপুর ,ভর্তি নয়া দিল্লির হাসপাতালে

নজরবন্দি ব্যুরো:কাপুর পরিবারের ছেলে ঋষি কাপুর ক্যান্সারের সাথে লড়ে কিছিদিন আগেই বাড়ি ফিরেছিলেন। কিন্তু আবারও তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন।

শনিবার রাতে তিনি গুরতর অসুস্থ হয়ে ভর্তি হল নয়া দিল্লির এর হাসপাতালে। কিন্তু কী অসুস্থতা হয়েছে তাঁর তা এখনও জানা যায়নি। ইতিমধ্যেই প্রেমিকা আলিয়া ভট্ট কে নিয়ে ছেলে রণবীর কাপূর পৌঁছে গেছেন বাবা ঋষি কাপূর কে দেখতে। হাসপাতালে রয়েছেন স্ত্রী নিতু কাপুরও।
 অভিনেতা আরমান জৈনের মেহেন্দি ছিল গতকাল। বলিপাড়ার সকলে উপস্থিত ছিল। শুধুমাত্র ঋষি, নিতু ,রণবীর,আলিয়া অনুষ্ঠানে উপিস্থত ছিলেননা। তখনই জানা যায় ঋষি কাপুর অসুস্থ।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.