কনভয়ে পাথর বৃষ্টি, আক্রান্ত কানহাইয়া কুমার; অভিযুক্ত বিজেপি।
নজরবন্দি ব্যুরোঃ দেশজুড়ে বিজেপি বিরোধী মুখ এখন তিনিই। প্রায় সব রাজ্যেই রয়েছে তার অগনিত সমর্থক। চাঁচাছোলা যুক্তিতে তিনি রাজ্যে রাজ্যে বুঝিয়ে চলেছেন কেন রুখে দিতে হবে সিএএ কে। তিনি কানহাইয়া কুমার। আর এবার CAA বিরোধী সভায় যেতে গিয়ে দুষ্কৃতীদের হামলার মুখে পড়লেন কানহাইয়া।
অল্পের জন্যে বেঁচে গিয়েছেন তিনি। বিহারের সরণ জেলার সিএএ বিরোধী একটি সভায় যাওয়ার পথে চাপড়া-সিওয়ানের কাছে আচমকা তাঁর গাড়ির সামনে হামলা চালায় জনা পঁচিশেক দুষ্কৃতী। দুষ্কৃতীদের পাথর বৃষ্টিতে কানহাইয়ার সঙ্গে থাকা কনভয় গাড়ি গুলিও ক্ষতিগ্রস্ত হয়। তবে অল্পের জন্য রক্ষা পান তিনি।
দুষ্কৃতিরা রিতিমত পাথর বৃষ্টি করে তার কনভয়ে। পরে স্থানীয় পুলিশের সহযোগীতায় অন্য পথ ধরে তাঁকে সভায় যেতে হয়।
এই ঘটনায় অভিযোগের তীর বিজেপির দিকে। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি পুলিশ। আহত হয়েছেন বেশ কয়েকজন সিপিআই সমর্থক।
অল্পের জন্যে বেঁচে গিয়েছেন তিনি। বিহারের সরণ জেলার সিএএ বিরোধী একটি সভায় যাওয়ার পথে চাপড়া-সিওয়ানের কাছে আচমকা তাঁর গাড়ির সামনে হামলা চালায় জনা পঁচিশেক দুষ্কৃতী। দুষ্কৃতীদের পাথর বৃষ্টিতে কানহাইয়ার সঙ্গে থাকা কনভয় গাড়ি গুলিও ক্ষতিগ্রস্ত হয়। তবে অল্পের জন্য রক্ষা পান তিনি।
এই ঘটনায় অভিযোগের তীর বিজেপির দিকে। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি পুলিশ। আহত হয়েছেন বেশ কয়েকজন সিপিআই সমর্থক।

No comments