Header Ads

শ্রীনগরে নিরাপত্তারক্ষীদের উপর গ্রেনেড হামলা, জখম ৪

নজরবন্দি ব্যুরোঃ ৩৭০ ধারা বিলোপের পর এই নিয়ে দ্বিতীয়বার জঙ্গিদের গ্রেনেড হামলায় কেঁপে উঠল ভূস্বর্গ। রবিবার ঘটনাটি ঘটে শ্রীনগরের লালচক। জঙ্গিদের গ্রেনেড হানায় জখম হয়েছেন চার জন। এদের মধ্যে দুজন নাগরিক ও দুজন নিরাপত্তারক্ষী। এই গ্রেনেড হামলার পর ফের আতঙ্ক তৈরি হয়েছে ভূস্বর্গে।
লালচকের প্রতাপ পার্কে অন্যদিনের মত টহলদারি চালাচ্ছিলেন নিরাপত্তারক্ষীরা। ওই সিআরপিএফদের টার্গেট করে গ্রেনেড ছোঁড়ে জঙ্গিরা। সেই গ্রেনেড হামলায় জখম হয়েছেন ৪ জন। পরে নিরাপত্তারক্ষীরা পাল্টা গুলি চালাতে থাকে। বেগতিক বুঝে পালিয়ে যায় জঙ্গিরা। নিরাপত্তারক্ষীরা রাস্তায় থাকা সাধারণ মানুষজনদের নিরাপদে বাড়িতে পাঁঠিয়ে দেন। তবে জঙ্গিদের খোঁজে এলাকায় চিরুনিতল্লাশি চালাচ্ছেন নিরাপত্তারক্ষীরা।
৩৭০ ধারা বিলোপ হওয়ার পর থেকেই ভূস্বর্গে বাড়তি সেনা জওয়ান মতায়েন করেছিল কেন্দ্র। তারপরও এই নিয়ে দ্বিতীয়বার গ্রেনেড হামলা ঘটাল দুষ্কৃতীরা। এদিনের এই গ্রেনেড হামলার ঘটনা টুইট করে প্রকাশ্যে আনেন কাশ্মীরের আইজি।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.