স্টেজে উঠতে গিয়ে পড়ে গেলেন রেখা ,ভিডিয়ো ভাইরাল দেখে নিন এক নজরে
নজরবন্দি ব্যুরো :ফোটগ্রাফার ডাব্বু রত্নানির ক্যালেন্ডার লঞ্চের অনুষ্ঠানে হাজির হন বলিপাড়ার সেলেবরা। এছাড়া সেই অনুষ্ঠানে উপস্থিত হন রেখা। ডাব্বু রত্নানির মেয়ের সঙ্গে র্যাম্পে হাঁটার পাশাপাশি ছবি তুলতেও দেখা যায় রেখা কে। কিন্তু আচমকাই মঞ্চ থেকে পরে যান রেখা। ক্যালেন্ডার লঞ্চের অনুষ্ঠানে ডাব্বু রত্নানি এবং তাঁর মেয়ের সাথে মজা করছিলেন রেখা।
আচমকাই ক্যামেরা ম্যানদের সাথে ফটো তুলতে হাজির হন রেখা আর উঠতে গিয়ে আচমকাই পরে যান রেখা। তাঁর পরে যাওয়ার ভিডিয়ো সামনে আসতেই তা হুহু করে ভাইরাল হতে থাকে। রেখা কে বেশ অনেক দিনই বড়পর্দায় দেখা যায় না। দেখা যায় শুধু করেকটি হাই প্রোফাইলনা অ্যাওয়ার্ড শো তে। রেখার পড়ে যাওয়ার ভিডিয়ো দেখতে হলে নিচের লিঙ্কটিতে ক্লিক করুন।
আচমকাই ক্যামেরা ম্যানদের সাথে ফটো তুলতে হাজির হন রেখা আর উঠতে গিয়ে আচমকাই পরে যান রেখা। তাঁর পরে যাওয়ার ভিডিয়ো সামনে আসতেই তা হুহু করে ভাইরাল হতে থাকে। রেখা কে বেশ অনেক দিনই বড়পর্দায় দেখা যায় না। দেখা যায় শুধু করেকটি হাই প্রোফাইলনা অ্যাওয়ার্ড শো তে। রেখার পড়ে যাওয়ার ভিডিয়ো দেখতে হলে নিচের লিঙ্কটিতে ক্লিক করুন।
No comments