২০০৮ সালের জঙ্গি হামলার স্মৃতি উস্কে আবার মুম্বাইয়ের চারটি হোটেলে হুমকি বার্তা লস্কর-ই-তৈবার
নজরবন্দি ব্যুরো: ২০০৮ সালের স্মৃতি উস্কে একের পর এক হোটেলে পৌঁছলো হুমকির বার্তা। আগামী কয়েকদিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারত সফরকালে পাকিস্তানি জঙ্গিরা' হামলার ছক কষতে শুরু করেছে আর এই হামলার ছক এ নাম উঠে আসে পাকিস্তানি সংগঠন লস্কর এর।
মুম্বাইয়ে যে চারটি নামকরা হোটেল হুমকি বার্তা গেছে তাদের মধ্যে হোটেল লীলা, হোটেল প্রিন্স, হোটেল পার্ক, হোটেল রামাদা ইন এ।
এই বার্তায় তোলপাড় শুরু হয়ে গিয়েছে গোটা মুম্বাইতে আর এই ঘটনাটি উস্কে দিয়েছে ২০০৮ সালে মুম্বাই হামলার আতঙ্ক।যে হুমকি বার্তাটি গেছে তার মধ্যে লেখা ছিল "লস্কর-ই-তৈবা তোমার হোটেলের ম্যান মেন্ট দখল করতে চায়"।
পুলিশ সূত্রে জানা গেছে বহু মূল্যের বিটকয়েনও চেয়ে পাঠিয়েছে লস্কর।
মুম্বাইতে ২০০৮ সালে যে নারকীয় হত্যাকাণ্ড হয়ে যায় তাতে মৃতের সংখ্যা ছিল ১৬৬ জন। জলপথে জঙ্গিরা হামলা শুরু করেছিল মুম্বাই এর গর্ব তাজ হোটেল থেকে। এরপর শহরে একের পর এক নারকীয় সন্ত্রাস হানা হয়। বাণিজ্য নগরীর এই চারটি হোটেলে এরকম হুমকি আশায় উদ্বিগ্ন গোটা শহর, নিরাপত্তা আরো জোরদার করা হচ্ছে। এন্টি টেররিজম স্কোয়াড ও বোম ডিসপোজাল স্কোয়াড ঘটনাস্থলে পৌঁছেছে। কিন্তু এখনো কোনো সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।
No comments