এই প্রথম রণবীর এর সাথে বিয়ে নিয়ে মুখ খুললেন আলিয়া, কি বললেন তিনি ?
নজরবন্দি ব্যুরো :রণবীর কাপুর ও আলিয়ার সম্পর্ক নিয়ে জোর গুঞ্জন চলছে বলিপাড়ায়। প্রেম শুরু গয়েছিল তাঁদের পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের সিনেমা ব্রক্ষ্মাস্ত্রের শ্যুটিংয়ের সেটে। এবার গুঞ্জন তাঁদের বিয়ে হবে নাকি আগামী ডিসেম্বরেই। তবে সব গুঞ্জন কাটিয়ে বিয়ে নিয়ে ফিল্মফেয়ারের মঞ্চে মুখ খুললেন আলিয়া।
স্পষ্ট ভাবে জানিয়ে দেন তাঁদের বিয়ে নিয়ে যা কথা হচ্ছে তা সবই গুঞ্জন এই মুহূর্তে তাঁরা বিয়ে করছেননা। এই কথা মন ভেঙে গেছে আলিয়া ও রণবীরের ভক্তদের। রাজি ও গলি বয় এর জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার যেতেন আলিয়া। তাঁর এই পুরস্কার পাওয়া নিয়ে কটাক্ষ করে কঙ্গনা রানাউতের দিদি রঙ্গোলি চান্দেল। রঙ্গোলি বলেন রাজি, গলি বয়, গাঙ্গুবাই কাঠিওয়াড়ির জন্য আলিয়া কে 'জেহাদি' রাজনীতির প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তবে আলিয়া এই ব্যপারে কোন মন্তব্য করেননি।
স্পষ্ট ভাবে জানিয়ে দেন তাঁদের বিয়ে নিয়ে যা কথা হচ্ছে তা সবই গুঞ্জন এই মুহূর্তে তাঁরা বিয়ে করছেননা। এই কথা মন ভেঙে গেছে আলিয়া ও রণবীরের ভক্তদের। রাজি ও গলি বয় এর জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার যেতেন আলিয়া। তাঁর এই পুরস্কার পাওয়া নিয়ে কটাক্ষ করে কঙ্গনা রানাউতের দিদি রঙ্গোলি চান্দেল। রঙ্গোলি বলেন রাজি, গলি বয়, গাঙ্গুবাই কাঠিওয়াড়ির জন্য আলিয়া কে 'জেহাদি' রাজনীতির প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তবে আলিয়া এই ব্যপারে কোন মন্তব্য করেননি।
No comments