Header Ads

স্বস্তি মধ্যবিত্তের ঘরে ,দাম কমবে গ্যাসের জানালেন মন্ত্রী

নজরবন্দি ব্যুরো :হু হু করে বাড়ছে গ্যাসের দাম নাজেহাল হয়ে উঠছে সাধারণ মানুষ। প্রতি মাসেই অল্প অল্প করে বাড়ছে গ্যাসের দাম। এই রকম মূল্য বৃদ্ধির মধ্যে আসার আলো দেখালেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। দুদিনের জন্য তিনি গিয়েছিলেন ছত্তিসগড়ে।

আর সেখানেই গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয় তাঁকে। এই প্রশ্নের উত্তরে তিনি জানান ,আগামী মাসেই কমতে পারে গ্যাসের দাম। তবে এই যেও বার বার গ্যাসের দাম বাড়ছে সে কথা মানতে তিনি নারাজ। শীতে গ্যাসের ব্যবহার বেশি হয় তাই শীতে গ্যাসের দাম বেড়েছে। এবার শীত কমছে তাই দাম ও কমবে। ১২ ফেব্রুয়ারি ভর্তুকিবিহীন সিলিন্ডারের দাম ১৪৯ টাকা বাড়ে। কলকাতায় ভর্তুকিহীন সিলিন্ডারের বর্তমান দাম ৮৯৬ টাকা।আন্তর্জাতিক বাজারের সাথে তাল মিলিয়ে প্রীতি মাসে গ্যাসের দাম নির্ধারণ করে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলো। যার ফলে বাড়ে ভর্তুকির পরিমাণও।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.