Header Ads

রাম মন্দির ট্রাস্টের প্রধান হিসাবে যোগ দিলেন মোদীর প্রাক্তন সচিব নৃপেন্দ্র মিশ্র

নজরবন্দি ব্যুরোঃ গত ৯ নভেম্বর অযোধ্যা মামলার রায় দিয়েছিল দেশের শীর্ষ আদালত। রাম জন্মভূমির বিতর্কিত ২.৭৭ একর জমিতে রাম মন্দির তৈরির কথাই জানিয়েছিল সুপ্রিম কোর্ট। অন্যদিকে পাঁচ একর জমি দেখা হয়েছিল সন্নি ওয়াকফ বোর্ডকে। রাম মন্দির নির্মাণের জন্য একটি ট্রাস্ট করারও নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই মতন কেন্দ্রীয় সরকার রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট তৈরি করে। আর সেই ট্রাস্টই রাম মন্দির তৈরীর কাজ শুরু করবে। ইতিমধ্যেই তৈরী হয়ে গিয়েছে সেই ট্রাষ্ট। রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের কমিটির শীর্ষ পদে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রাক্তন সচিব নৃপেন্দ্র মিশ্র।
বুধবার দিল্লিতে ট্রাস্টের প্রথম বৈঠক হয়। বৈঠকেই ট্রাস্টের প্রধান দায়িত্বে কে থাকবে তা ঠিক হয়। বৈঠকে যোগ দিয়েছিলেন রাজ্য ও কেন্দ্রের প্রতিনিধিরা। রাম মন্দির তৈরীর ট্রাস্টের প্রধান হিসাবে বেছে নেওয়া হয়েছে মোদীর প্রাক্তন সচিব তথা আইএএস অফিসার নৃপেন্দ্র মিশ্রকে। সূত্রের খবর নৃপেন্দ্র মিশ্রকে ট্রাস্টের প্রধান করার জন্য সুপারিশ করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই মতই তিনি ট্রাস্টের প্রধান পদাধিকারী হলেন।
তবে বৈঠকের সর্বসম্মতিক্রমে তাঁর নামটি গৃহীত হয়। প্রসঙ্গত প্রথমবার মোদী যখন প্রধানমন্ত্রী হিসাবে যোগ দেন তখন প্রধান সচিব ছিলেন আইএস অফিসার নৃপেন্দ্র মিশ্র। গত বছর তিনি পদ থেকে ইস্তফা দিয়েছিলেন। এবার তাঁর কাঁধে এল বড়সড় দায়িত্ব। নানান বিতর্কের মাঝে বহু বছর ধরে চলা অযোধ্যা মামলা পর রাম জন্মভূমি ট্রাস্টের মাধ্যমে রাম মন্দির তৈরীর কাজ শুরু করতে চলেছে ট্রাস্ট।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.