Header Ads

অল্পের জন্য প্রাণ রক্ষা পেলেন অভিনেতা কমল হাসান,ইন্ডিয়ান ২ ছবির সেটে ভয়াবহ দুর্ঘটনা

নজরবন্দি ব্যুরো :অল্পের জন্য প্রাণ রক্ষা পেলেন বিখ্যাত অভিনেতা কমল হাসান। ছবির শুটিং এ তিনি মুখোমুখী হন এই দুর্ঘটনার। ইন্ডিয়ান ২ ছবির শুটিং চলছিল চেন্নাইতে শুটিং চলাকালীন হঠাৎ লাইট সেট আপ ভেঙে যায়। এই ঘটনায় মৃত্যু হয় ৩ জনের।

 অল্পের জন্য প্রাণে বাঁচলেন অভিনেতা কমল হাসান। প্রাণে বাঁচলেন খোদ ছবির পরিচালক। তবে তিনি গুরুতর আঘাত পেয়েছেন। প্রায় দেড়শ ফুট উচু ক্রেনের ওপর থাকা লাইটের সেট আপ ভেঙে পড়ে ইন্ডিয়ান ২ ছবির শুটিং ফ্লোরে। এই সেট আপ এর তলায় চাপা পরে কম বেশি আহত প্রায় দশজন। এছাড়া এই দুর্ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে। যে তিন জনের মৃত্যু হয়েছে তাঁরা তিন জন্যেই সহকারী পরিচালক। এছাড়া ছবির পরিচালক শঙ্কর ও এই দুর্ঘটনায় গুরুতর আঘাত পেয়েছেন। কমল হাসান ও সেই সময়ে ওই দুর্ঘটনার স্থানে উপস্থিত ছিলেন। অল্পের জন্য প্রাণে বাঁচেন তিনি। তিনি ব্যবস্থা করেন দুর্ঘটনায় আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.