সত্যিই কি শ্রাবন্তী আর রোশন এর ঘরে আসতে চলেছে ছোট্ট অতিথি?
নজরবন্দি ব্যুরো: টলিউডের বিতর্কিত নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ঘরে এবার আসতে চলেছে নতুন অতিথি।প্রথমে দু'টি বিবাহ বিচ্ছেদের পর ২০১৯ সালের ১৯ এপ্রিল রোশন সিং কে বিয়ে করেন শ্রাবন্তী।তাঁর তৃতীয় বিয়ে নিয়ে সমালোচনার ঝড় উঠেছিল সোশ্যাল মিডিয়ায়। কিন্তু সবাইকে চুপ করিয়ে দিয়ে বেশ সুখে শান্তিতে সংসার করছেন শ্রাবন্তী রোশনের সাথে।
প্রেম,ভালোবাসা, স্বামী,সন্তান নিয়ে বেশ ভালোই দিন কাটাচ্ছেন শ্রাবন্তী।এবার তার জিবনে এসেছে আরেক সুখবর। আবারও তাদের বাড়িতে আসতে চলেছে আর এক নতুন অতিথি। একথা শুনে সবাই প্রথমেই ভেবেছেন শ্রাবন্তী আবারো মা হতে চলেছেন। আগের পক্ষের ছেলে ঝিনুক থাকে তাঁরই কাছে।আসলে সুখবর হল শ্রাবন্তী তার বাড়িতে এসেছে নতুন এক কুকুর ছানা। শ্রাবন্তী ও তার স্বামী সোশ্যাল মিডিয়ায় খুবই একটিভ হঠাৎই শ্রাবন্তী সেই ছোট্ট কুকুর ছানার ছবি ইনস্টাগ্রামে আপলোড করে লেখেন আমাদের বাড়ির নতুন অতিথি।
প্রেম,ভালোবাসা, স্বামী,সন্তান নিয়ে বেশ ভালোই দিন কাটাচ্ছেন শ্রাবন্তী।এবার তার জিবনে এসেছে আরেক সুখবর। আবারও তাদের বাড়িতে আসতে চলেছে আর এক নতুন অতিথি। একথা শুনে সবাই প্রথমেই ভেবেছেন শ্রাবন্তী আবারো মা হতে চলেছেন। আগের পক্ষের ছেলে ঝিনুক থাকে তাঁরই কাছে।আসলে সুখবর হল শ্রাবন্তী তার বাড়িতে এসেছে নতুন এক কুকুর ছানা। শ্রাবন্তী ও তার স্বামী সোশ্যাল মিডিয়ায় খুবই একটিভ হঠাৎই শ্রাবন্তী সেই ছোট্ট কুকুর ছানার ছবি ইনস্টাগ্রামে আপলোড করে লেখেন আমাদের বাড়ির নতুন অতিথি।
No comments