সানি কে দেখেই ফোন নাম্বার চাইলেন কবীর বেদী,জানেন সানি কি করলেন তারপর ?
নজরবন্দি ব্যুরো :কিছুদিন আগেই মুক্তি পেয়েছে ডাব্বু রত্নানির নতুন ক্যালেন্ডার। এই ক্যালেন্ডারে দেখা যাবে একাধিক সেলেব কে। ঐশ্বর্য রাই বচ্চন থেকে শুরু করে করিনা কাপুর খান কেউই ব্যাড পড়েননি। ডাব্বুর ক্যালেন্ডার লঞ্চের অনুষ্ঠান ঘটলো এক ঘটনা।
এই অনুষ্ঠানে হাজির হন সানি লিওনি। একই সঙ্গে উপস্থিত হয়েছিলেন কবীর বেদী ও। সানির সাথে কবিরের দেখা হওয়ার সাথে সাথে আলাপ করেন তারা। এরপরই সানির ফোন নাম্বার চেয়ে বসেন অভিনেতা কবীর। তবে সানি কিন্তু নিজের ফোন নাম্বার দিতে রাজি হননি। উল্টে কবীর বেদী কে তিনি নিজের বদলে তাঁর স্বামী ড্যানিয়েল ওয়েবারের ফোন নাম্বার দেন। এই ঘটনা সামনে আসতেই বলিপাড়ায় জোর গুঞ্জন শুরু হয়েছে।
এই অনুষ্ঠানে হাজির হন সানি লিওনি। একই সঙ্গে উপস্থিত হয়েছিলেন কবীর বেদী ও। সানির সাথে কবিরের দেখা হওয়ার সাথে সাথে আলাপ করেন তারা। এরপরই সানির ফোন নাম্বার চেয়ে বসেন অভিনেতা কবীর। তবে সানি কিন্তু নিজের ফোন নাম্বার দিতে রাজি হননি। উল্টে কবীর বেদী কে তিনি নিজের বদলে তাঁর স্বামী ড্যানিয়েল ওয়েবারের ফোন নাম্বার দেন। এই ঘটনা সামনে আসতেই বলিপাড়ায় জোর গুঞ্জন শুরু হয়েছে।
No comments