বাথরুমে খোলামেলা পোশাকে রাখি, চাঞ্চল্যকর ভিডিও শেয়ার করলেন রাখি নিজেই
নজরবন্দি ব্যুরো: এবার টপলেস হয়ে খবরের শিরোনামে রাখি। বিগ বস-১৩ এর শেষে শিরোপা জিতেছেন সিদ্ধার্থ শুক্ল। সিদ্ধার্থের ট্রফি জয়ের পরেই টপলেস অবস্থায় প্রকাশ্যে আসতে দেখা যায় রাখিকে।
সোশ্যাল সাইটে তাঁর খোলামেলা অবস্থায় দেখে অনেকেই চমকে উঠছেন। দেখা গিয়েছে, বাথরুমে বসে ওই ভিডিয়ো শেয়ার করেছেন টেলিভিশনের ড্রামা কুইন। বিগ বসের চ্যাম্পিয়ন হওয়ার জন্য সিদ্ধার্থ শুক্ল-কে অভিনন্দন জানিয়েছেন রাখি।
বাথরুমে বসে রাখি বলেন, শেহনাজ খুব ভাল মহিলা।এবার দেখা যাক সয়ম্বর থেকে এবার কাকে সিলেক্ট করেন বিগ বস ১৩-র এই প্রাক্তন প্রতিযোগী। যদিও তিনি বলেন ইন্ডাস্ট্রিতে পা রাখার আগে তিনিও শেহনাজের মতোই ছেলেমানুষ ছিলেন।
এর পরেই তিনি জানান ২০১৮ সালে এনআরআই রিতেশ নামে এক ব্যক্তিকে বিয়ে করেন। শুধু তাই নয়, তাঁর স্বামী রিতেশ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সংস্থায় কর্মরত বলেও দাবি করেন রাখি সাওয়ান্ত। কিন্তু টেলিভিশনের ড্রামা কুইন কেন বিয়ের প্রায় ২ বছর পরেও তাঁর স্বামীর ছবি প্রকাশ্যে আনছেন না, আর তাই নিয়ে বিতর্ক পিছু ছাড়ছে না রাখির।
https://www.instagram.com/tv/B8troXZnexC/?utm_source=ig_embed
সোশ্যাল সাইটে তাঁর খোলামেলা অবস্থায় দেখে অনেকেই চমকে উঠছেন। দেখা গিয়েছে, বাথরুমে বসে ওই ভিডিয়ো শেয়ার করেছেন টেলিভিশনের ড্রামা কুইন। বিগ বসের চ্যাম্পিয়ন হওয়ার জন্য সিদ্ধার্থ শুক্ল-কে অভিনন্দন জানিয়েছেন রাখি।
বাথরুমে বসে রাখি বলেন, শেহনাজ খুব ভাল মহিলা।এবার দেখা যাক সয়ম্বর থেকে এবার কাকে সিলেক্ট করেন বিগ বস ১৩-র এই প্রাক্তন প্রতিযোগী। যদিও তিনি বলেন ইন্ডাস্ট্রিতে পা রাখার আগে তিনিও শেহনাজের মতোই ছেলেমানুষ ছিলেন।
https://www.instagram.com/tv/B8troXZnexC/?utm_source=ig_embed
No comments