তৃতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র সঙ্গে দেখা করলেন কেজরিওয়াল
নজরবন্দি ব্যুরোঃ দিল্লির মসনদে বসার পর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র সঙ্গে দেখা করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আজ দিল্লির নর্থ ব্লকে স্বরাষ্ট্রমন্ত্রীর অফিসে যান কেজরিওয়াল। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর কেজরিওয়াল একটি টুইট করে সে কথা জানান। টুইটে কেজরিওয়াল বলেন ফলপ্রসূ বৈঠক হয়েছে। মূলত দিল্লি নিয়ে একাধিক ইস্যু মাথায় রেখে এই বৈঠক ছিল বলে জানিয়েছেন কেজরি। দুজনে বৈঠকের পর একসাথে কাজ করার অঙ্গীকার করেছেন। দিল্লিতে ভোটের প্রচারে বারবার বিজেপির নিশানায় পড়তে হয়েছিল কেজরিওয়ালকে।
এমনকি দেশদ্রোহীদের তিনি মদদ দিচ্ছেন বলে সরাসরি অভিযোগ তুলেছিলেন বিজেপি নেতারা। কিন্তু কেজরিওয়াল একবারের জন্যও মেজাজ হারাননি। বরং গান্ধীর পথকেই অনুসরণ করে ভোটের প্রচারে ঝাঁপিয়ে পড়েছিলেন। মিশন ছিল একটাই, দিল্লি জয়। আর জনগণের বিপুল সমর্থন নিয়ে ফের দিল্লির মসনদে বসলেন আরবিন্দ কেজরিওয়াল। প্রচারে ঝাঁপিয়ে পড়েছিল বিজেপি। বিধানসভা নির্বাচনে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে প্রচার মঞ্চে দেখা গিয়েছিল। প্রচার মঞ্চ থেকেই আম আদমি পার্টিকে একহাত নিয়েছিলেন তাঁরা।
কিন্তু ভোটে জিতে তৃতীয়বারের জন্য দিল্লি বিধানসভার মসনদে বসার পর বিজেপির সঙ্গে সব বিবাদ মিটিয়ে ফেলতে চাইছেন কেজরিওয়াল। তাঁর কথায় দিল্লির জনগণের স্বার্থে সবাইকে এক হয়ে কাজ করার অনুরোধ জানিয়েছেন। গত রবিবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার সময় আম আদমি পার্টির সুপ্রিমো কেজরিওয়াল জানিয়েছিলেন এই জয়কে তিনি দিল্লির মানুষের উদ্দেশ্যে উৎসর্গ করতে চান। বিরোধীরা যখন জাতীয়তাবাদ ও ধর্মকেই প্রচার এর মূল এজেন্ডা হিসেবে কাজে লাগিয়েছিলেন তখন কেজরিওয়াল কেবল উন্নয়নের কাজকেই প্রচারের হাতিয়ার করেছিলেন। আর তাতেই ৭০টি আসনের মধ্যে ৬২টি তে জয় লাভ করে আম আদমি পার্টি। ভোটে জিতে মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করলেন কেজরিওয়াল। একসাথে কাজ করার অঙ্গীকারও করেন দুজন। আগামী দিনে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে সহযোগিতা চাইবেন বলে জানিয়েছেন।
এমনকি দেশদ্রোহীদের তিনি মদদ দিচ্ছেন বলে সরাসরি অভিযোগ তুলেছিলেন বিজেপি নেতারা। কিন্তু কেজরিওয়াল একবারের জন্যও মেজাজ হারাননি। বরং গান্ধীর পথকেই অনুসরণ করে ভোটের প্রচারে ঝাঁপিয়ে পড়েছিলেন। মিশন ছিল একটাই, দিল্লি জয়। আর জনগণের বিপুল সমর্থন নিয়ে ফের দিল্লির মসনদে বসলেন আরবিন্দ কেজরিওয়াল। প্রচারে ঝাঁপিয়ে পড়েছিল বিজেপি। বিধানসভা নির্বাচনে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে প্রচার মঞ্চে দেখা গিয়েছিল। প্রচার মঞ্চ থেকেই আম আদমি পার্টিকে একহাত নিয়েছিলেন তাঁরা।
No comments