Header Ads

চাকরিতে স্থায়ী-করণ ও মাসিক বেতন প্রদানের দাবিতে অনশনে বসতে চলেছেন কর্মীরা!

নজরবন্দি ব্যুরো: এবার আন্দোলনে নামছেন ভিআরপি কর্মীরা। গ্রামীণ সম্পদ কর্মী অর্থাৎ ভিআরপি দের স্থায়ী-করন ও মাসিক বেতন প্রদানের দাবিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদনপত্র পাঠাচ্ছেন সারা বাংলা গ্রামীণ সম্পদ কর্মী সংগঠন।
আবেদন মঞ্জুর না হলে আগামী ২৬শে মার্চ থেকে কলকাতায় অনির্দিষ্টকালের জন্য অবস্থান বিক্ষোভ বা আমরণ অনশনের বসবেন প্রতিবাদীরা। এই বিষয়ে গত ২৫শে জানুয়ারি রাজ্য কমিটির একটি বৈঠক হয়। এই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ভিআরপি দের স্থায়ী করন ও মাসিক বেতন প্রদানের দাবিতে সারা রাজ্যের ৩৩হাজার গ্রামীণ সম্পদ কর্মী যে যার নিজ এলাকায় পোস্ট অফিস থেকে মুখ্যমন্ত্রীর কাছে ৫ ও ৬ ই ফেব্রুয়ারি আবেদনপত্রগুলি পাঠাবেন বলে জানা গিয়েছে। আগামী ২৫শে মার্চ পর্যন্ত সরকারকে সময় বেঁধে দিচ্ছেন তারা।
তার মধ্যে তাদের স্থায়ী করন ও মাসিক বেতন প্রদানের ঘোষণা সরকার না করলে আগামী ২৬ শে মার্চ থেকে কলকাতায় অনির্দিষ্টকালের জন্য বিক্ষোভ বা আমরণ অনশনের বসবেন ওই সমস্ত কর্মীরা। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.