Header Ads

মর্মান্তিক ঘটনা; স্কুলের নাটক, ভগৎ সিং এর ফাঁসির নকল করতে গিয়ে মৃত্যু পড়ুয়ার।

নজরবন্দি ব্যুরোঃ স্কুলের নাটক দেখে পড়ুয়া প্রথম বার জানতে পেরেছিল বিপ্লবী ভগৎ সিং এর কথা, নাটক করতে করতে ভরাক্রান্ত মনে কিশোর স্বপ্ন দেখেছিল অতীতের সেই দিন গুলোর। মনে যায়গা করে নিয়েছিল ভগৎ সিং এর ফাঁসির দৃশ্য। তাঁর মন আরও ভারাক্রান্ত ছিল কারন ওই নাটকে তাঁর ভগৎ সিং এর চরিত্রে অভিনয় করার ইচ্ছা থাকলেও অভিনয় করতে হয়েছিল পুলিশের চরিত্রে।
তাই কিশোর বাড়ি গিয়ে নিজেকে ভগৎ সিং এর যায়গায় দেখতে চায়, আর সেখানেই ঘটে যায় চরম দূর্ঘটনা! মধ্যপ্রদেশের মান্দসৌরের বাসিন্দা  শ্রেয়াংশ নামে বছর বারোর ওই কিশোর বাড়ি ফিরে ভগৎ সিং এর ফাঁসির দৃশ্য অনুকরন করার চেষ্টা করে গলায় ফাঁস লাগিয়ে!
বাড়ির সিলিং ফ্যানে দড়ির ফাঁস ঝোলায় কিশোর, পড়ে ঝুলে পড়ে সে! শেষে হয় মর্মান্তিক মৃত্যু। প্রথমে কেউ বুঝতে পারেন নি ব্যাপার টা, বাড়ির লোকজন বেশ কিছুক্ষন কোন সাড়া শব্দ না পেয়ে ঘরে ঢুকে দেখে শ্রেয়াংশ সিলিং ফ্যান থেকে ফাঁস লাগিয়ে ঝুলছে। নিচে বিছানায় পড়ে রয়েছে মোবাইল সেখানে তখনও চলছে ভগৎ সিং এর ফাঁসির দৃশ্য!
বাড়িতে এ যেন বিনা মেঘে বজ্রপাতের মত ঘটনা; ভেঙে পড়েছেন শ্রেয়াংশ এর বাবা মা। এলাকা এবং স্কুলে নেমে এসেছে শোকের ছায়া।
স্কুল সিদ্ধান্ত নিয়েছে আর কোনোদিন এই ধরনের কোন নাটক স্কুলে অভিনয় করানো হবে না; স্কুলের প্রধান শিক্ষক এই ঘটনায় অত্যন্ত ভেঙে পড়েছেন। তিনি দেশের সব স্কুল কে আবেদন করেছেন কেউই যেন এমন নাটক স্কুলে না করতে দেয়!  

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.