আপারের শুনানি ফের পিছিয়ে গেল!
নজরবন্দি ব্যুরো: আজও হল না আপারের রায়। ফের পিছিয়ে গেল আপার প্রাইমারীর শুনানি। আজ ছিল কলকাতা হাইকোর্টে আপার প্রাইমারীতে নিয়োগ নিয়ে চলতে থাকা মামলার শুনানি। 
আদালতের দিকে তাকিয়ে ছিলেন কয়েক হাজার হবু শিক্ষক। আপার প্রাইমারি কেসের শুনানি ছিল ৩৯ নম্বর কোর্টে ৫ নম্বর সিরিয়ালে। আপারের রায়দান আজও হল না। আপারের পরবর্তী শুনানির তারিখ ১১ ফেব্রুয়ারি ধার্য করেছে আদালত।
এদিন বিকাল চারটের পরে আপার প্রাইমারীর গুরুত্বপূর্ণ শুনানি শুরু হয়। তবে সময়ের অভাবে শুনানি বেশিক্ষণ হয় নি। আদালত থেকে পাওয়া খবর অনুসারে, মাত্র ২০ মিনিট শুনানি চলার পরেই বিচারপতি জানিয়ে দেন এই মামলার পরবর্তী শুনানির দিন। আপারের আগে পার্শ্ব শিক্ষকদের নিয়ে শুনানি চলার কারণে আজকের সময়ে ঘাটতি দেখা দেয়। আর সেই কারণে এই আপার মামলার শুনানি পিছিয়ে যায়।
আদালতের দিকে তাকিয়ে ছিলেন কয়েক হাজার হবু শিক্ষক। আপার প্রাইমারি কেসের শুনানি ছিল ৩৯ নম্বর কোর্টে ৫ নম্বর সিরিয়ালে। আপারের রায়দান আজও হল না। আপারের পরবর্তী শুনানির তারিখ ১১ ফেব্রুয়ারি ধার্য করেছে আদালত।

No comments