Header Ads

শাহীনবাগের পর আবারও সিএএ-এর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল দিল্লি !

নজরবন্দি ব্যুরোঃ সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে ফের উত্তপ্ত হয়ে উঠল রাজধানী দিল্লি। দিল্লির শাহীনবাগে চলছিল আন্দোলন। সেই  আন্দোলনের জেরে অবরুদ্ধ হয়ে পড়েছিল দিল্লির রাজপথ।
পরে সুপ্রিমকোর্টের মধ্যস্থতায় সেই আন্দোলনে কিছুটা শিথিলতা আসে। নয়ডা ও ফরিদাবাদ গামী  রাজপথে অবস্থান বিক্ষোভ শুরু করেছিলেন রাজধানীর বাসিন্দারা। শীর্ষ আদালতের মধ্যস্থতাকারীর পদক্ষেপে আন্দোলন উঠে গিয়েছিল৷ এবার নতুন করে শুরু হয়েছে আন্দোলন। তবে এবার শাহীনবাগ নয়। দিল্লির জাফরাবাদ মেট্রো স্টেশনের সামনে অবস্থান-বিক্ষোভের বসে পড়েন হাজার খানেক মহিলা।
শনিবার রাতভর সেখানে অবস্থান করেন তাঁরা। রবিবার সকাল হলেই বিশাল মিছিল বের করেন সিএএ ও এনআরসির প্রতিবাদে। নিমেষেই উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। আন্দোলনের জেরে বন্ধ রাখা হয় জাফরাবাদ মেট্রো স্টেশন। মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে এই স্টেশনে ট্রেন আপাতত দাঁড়াবে না। খবর পেয়েই ডিএসপি নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী আসে ঘটনাস্থলে। আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে আশ্বস্ত করে বিক্ষোভ তুলে নেওয়ার জন্য আবেদন করেন পুলিশকর্মীরা। কিন্তু আন্দোলনকারীরা সাফ জানিয়ে দেন সংশোধিত নাগরিকত্ব আইন বাতিল না হলে এই আন্দোলন চলবে। নিমেষেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতে থাকে।  মহিলারা এই আন্দোলনে সামিল হওয়ায় প্রচুর মহিলা পুলিশ মোতায়েন করা হয়েছে। পুরো বিষয়টির ওপর নজর রাখছে স্থানীয় পুলিশ প্রশাসন। শাহীনবাগে আন্দোলনের পর শীর্ষ আদালতের মধ্যস্থতায় শিথিলতা ফিরে এলেও  নতুন করে জাফরাবাদে আন্দোলন শুরু হওয়ায় অস্বস্তি বেড়েছে প্রশাসনের।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.