'জাতীয়তাবাদের নাম করে বিচ্ছিন্নতা প্রতিষ্ঠার চেষ্টা চলছে', বিজেপিকে তোপ মনমোহনের
সেই বই প্রকাশ মঞ্চ থেকেই নাম না করে গেরুয়া শিবিরকে কটাক্ষ করতে শুরু করেন তিনি। 'হু ইজ মাদার ইন্ডিয়া' নামক জওহরলাল নেহেরুর উপর লেখা বইটি প্রকাশিত হওয়ার পর মনমোহন বলেন " এই বইটি এখনকার সময়ে খুবই গুরুত্বপূর্ণ। দেশের লক্ষ লক্ষ মানুষ ছড়িয়ে রয়েছেন আসমুদ্র হিমাচল। তাঁদের বুঝতে হবে তাঁরা কাকে জেতাবেন! একসময় বিভেদহীন ভারত গড়তে জওহরলাল নেহেরু একাধিক উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু এখন দেশে বিচ্ছিন্নতাবাদ প্রতিষ্ঠার চেষ্টা চলছে। মানুষে মানুষে বিভাজন তৈরির চেষ্টা চলছে।" তবে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের এদিনের মন্তব্যে আমল দিতে না রাজ গেরুয়া শিবির।

No comments