উত্তরপ্রদেশের সোনভদ্রে সোনার খনি মেলেনি, জানিয়ে দিল জিএসআই
নজরবন্দি ব্যুরোঃ উত্তরপ্রদেশের সোনভদ্রে বিশাল সোনার খনির হদিশ পাওয়ার খবর ঘিরে গোটা দেশ তোলপাড়। দেশের অর্থনীতিতে এর বিশাল প্রভাব পড়বে এমন সব কথা যখন গোটা দেশ জুড়ে চলছে। বলা হয়েছিলো সব মিলিয়ে সেখানে প্রায় ৩ হাজার টন সোনা মিলতে পারে এই খনি থেকে। মুহূর্তে গোটা দেশে সংরক্ষিত মোট সোনার পরিমাণের চেয়ে যা প্রায় পাঁচ গুণ বেশি। ঠিক সেই সময় ভারতের ভূতাত্ত্বিক সর্বেক্ষণ সংস্থা জানিয়ে দিল, কোনও সোনার খনির হদিশ মেলেনি।
জিএসআই-এর ডিরেক্টর জেনারেল এম শ্রীধর সংবাদমাধ্যমে জানিয়েছেন, এ ধরনের কোনও তথ্য জিএসআই-এর পক্ষ থেকে কাউকে দেওয়া হয়নি। সোনভদ্র জেলায় এই বিপুল পরিমাণ সোনা মজুত থাকার হিসেবও করেনি জিএসআই। তিনি আরও জানান ১৯৯৮ ও এ সমীক্ষা করেছিলাম। এই সমীক্ষার রিপোর্ট উত্তরপ্রদেশের ডিজিএম-কে দিয়েছিলাম এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলেছিলাম। জিএসআই-এর হিসেব ছিল, ওই জায়গায় মাটির নীচে প্রায় ৫৩ হাজার টন আকরিকের সন্ধান মিলেছে। যার সঙ্গে রয়েছে টন প্রতি ৩.০৩ গ্রাম সোনা। যে মাত্রা খুবই স্বাভাবিক। সেই হিসেবে দু'টি খনি থেকে মিলতে পারে মাত্র ১৬০ কেজি সোনা।
জিএসআই-এর ডিরেক্টর জেনারেল এম শ্রীধর সংবাদমাধ্যমে জানিয়েছেন, এ ধরনের কোনও তথ্য জিএসআই-এর পক্ষ থেকে কাউকে দেওয়া হয়নি। সোনভদ্র জেলায় এই বিপুল পরিমাণ সোনা মজুত থাকার হিসেবও করেনি জিএসআই। তিনি আরও জানান ১৯৯৮ ও এ সমীক্ষা করেছিলাম। এই সমীক্ষার রিপোর্ট উত্তরপ্রদেশের ডিজিএম-কে দিয়েছিলাম এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলেছিলাম। জিএসআই-এর হিসেব ছিল, ওই জায়গায় মাটির নীচে প্রায় ৫৩ হাজার টন আকরিকের সন্ধান মিলেছে। যার সঙ্গে রয়েছে টন প্রতি ৩.০৩ গ্রাম সোনা। যে মাত্রা খুবই স্বাভাবিক। সেই হিসেবে দু'টি খনি থেকে মিলতে পারে মাত্র ১৬০ কেজি সোনা।

No comments