Header Ads

শিবের উপাসনা করতে গিয়ে পরতে হল ধর্ষকদের কবলে।

নজরবন্দি ব্যুরোঃ শিবের উপাসনা করতে গিয়ে মন্দিরের মধ্যেই হতে হল ধর্ষনের শিকার। শিবরাত্রীর দিন এক মহিলা মন্দিরে গেছিলেন জল ঢালতে। চিন্তাধারার বাইরে থকেই পূজর মধ্যেই ঘটে গেল এমন এক ঘটনা। মহিলা কিছু বুঝে ওঠার আগেই তাঁর উপর চড়াও হয় একদল দুষ্কৃতি। ধর্মের স্থানের মধ্যেই তাঁর সাথে এমন ঘটনা ঘটে যাবে সেটা সে চিন্তাতেও ভাবেনি সে। ঘটনাটি ঘটেছে ওড়িশার কেন্দ্রপাড়া এলাকার একটি শিবমন্দিরে। বুধবার সারাদিন শিব পুজোর জন্য উপোষ করেছিলেন ৩৫ বছরের ওই মহিলা। মহিলাটি দীর্ঘদিন ধরে সার্ভিকাল ক্যান্সারে আক্রান্ত ছিলেন।
 সেই কারনেই সে ঠাকুরে কাছে পার্থনা করেছিলেন তারাতারি সুস্থ হওয়া আশায়। কিন্তু সেই সময়ে মন্দিরে কেউ উপস্থিত ছিল না। সেই সুযোগ নিয়েই চার যুবক তাঁর সাথে ধর্ষনের চেষ্টা করে। প্রথমে সে কিছু বুঝে উঠতে না পেরে হতবাক হয়ে পড়েন। পরে সে চিৎকার করেন। তাঁর চিৎকার শুনে গ্রামের লোকজন এসে পৌঁছায়। অবস্থা বেসামাল দেখে দুষ্কৃতিরা সেখান থেকে পালিয়ে যায়। ঘটনার দু'দিন পর শুক্রবার পুলিশে অভিযোগ দায়ের করেন মহিলা। ঘটনার অভিযোগ পেয়ে পুলিশ তদন্ত শুরু করে এবং দুই অভিযুক্তকে গ্রেফতার করে। একজন অভিযুক্ত এখন পলাতক।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.