ঘরোয়া পদ্ধতিতে চুলের জেল্লা ফিরে পান।
ঘরোয়া পদ্ধতিতেই পাবেন চুলের জেল্লা। এই ঘরোয়া পদ্ধতি গুলি দেওয়া হবে সেগুলো সপ্তাহে তিনদিন মেনে চলুন,উপায় পাবেন।
১.চুল কোমল ও ঝলমলে রাখার জন্য প্রথমে বাড়িতে বানিয়ে ফেলুন হেয়ার প্যাক।কিভাবে বানাবেন ?প্রথমে টক দই ও তিন চামচ মধু মিশিয়ে বানিয়ে ফেলুন হেয়ার প্যাক।এই মিশ্রণটিকে ভালো করে চুলে লাগিয়ে ফেলুন। তারপর শ্যাম্পু করে নিন ভালো করে। শুষ্ক চুলের সমস্যা থেকে রেহাই পাবেন।
২.চুলে জটের সমস্যা থেকে কি ভাবে রেহাই পাবেন। প্রথমে একটি পাত্রে দিতি ডিম ফাটিয়ে তাতে তিন চামচ মধু দিয়ে মিশ্রণটিকে ভালো করে ফাটিয়ে নিন। এই প্যাকটি কে মাথায় দু ঘন্টা রেখে তারপর শ্যাম্পু ও অল্প ক্ষারযুক্ত কন্ডিশনার দিয়ে ধুয়ে ফেলুন। জটের সমস্যা থেকে রেহাই পাবেন।
৩.অ্যালোভেরা শাঁসটি কে একটি পাত্রে রাখুন। তার সাথে যোগ করুন ভিটামিন ই ক্যাপসুল।এরপর মিশ্রণটি মাখিয়ে চুলে মাসাজ করুন। যাদের এই শাঁস সরাসরি লাগালে সহ্য না হলে তা ফুটিয়ে লাগাতে পারেন।
৪.প্লাস্টিকের চিরুনি ব্যবহার না করে কাঠের চিরুনি ব্যবহার করুন।

No comments