মুখের শুষ্কতা দূর করতে ঘরোয়া উপায়
নজরবন্দি ব্যুরো :এবছর শীত এসেছে দেরিতে আর যাচ্ছেও দেরিতে। ত্বকের সমস্যা তো আমাদের বারো মাসই দেখা যায়।
শীতের শেষ প্রান্তে এসেও আমাদের ত্বক আরো রুক্ষ ও শুস্ক হয়ে যায়।কি ভাবে দূর করবেন এই রুক্ষতা ও শুস্কতা। তা এক নজরে দেখে নিন।
১.সারাদিনে পর্যাপ্ত পরিমানে জল খেতে হবে। জলের পাশাপাশি ফল ও ডাবের জল ও খেতে হবে। ২.পরিদিন এক কাপ করে আদা চা খান।
৩.খাবারে ব্যবহার করুন গোলমরিচ।
৪.অ্য়ালোভেরার উপকারিতা অসিম। অ্য়ালোভেরামুখের শুস্কতা দূর করতেও সাহায্য করে। এক কাপ জলে আধ কাপ অ্য়ালোভেরা মিশিয়ে খেতে পারেন।
শীতের শেষ প্রান্তে এসেও আমাদের ত্বক আরো রুক্ষ ও শুস্ক হয়ে যায়।কি ভাবে দূর করবেন এই রুক্ষতা ও শুস্কতা। তা এক নজরে দেখে নিন।
১.সারাদিনে পর্যাপ্ত পরিমানে জল খেতে হবে। জলের পাশাপাশি ফল ও ডাবের জল ও খেতে হবে। ২.পরিদিন এক কাপ করে আদা চা খান।
৩.খাবারে ব্যবহার করুন গোলমরিচ।
৪.অ্য়ালোভেরার উপকারিতা অসিম। অ্য়ালোভেরামুখের শুস্কতা দূর করতেও সাহায্য করে। এক কাপ জলে আধ কাপ অ্য়ালোভেরা মিশিয়ে খেতে পারেন।

No comments