র্যাম্পে হাঁটতে গিয়ে বিপত্তি খুলে গেল অভিনেত্রীর লেহেঙ্গা,তারপর ?
নজরবন্দি ব্যুরো :ফ্যাশন ওয়াল্ডের একটি বিখ্যাত ফ্যাশন শো ল্যাকমে ফ্যাশন উইক। ১১ ফেব্রুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত চললো ল্যাকমে ফ্যাশন উইক।এই এক সপ্তাহ ধরে জনপ্রিয় ফ্যাশন ডিজাইনারদের পোশাক পরে র্যাম্প হাঁটলেন তারকারা।
সেই সব পোশাক একেবারে অন্য রকম। তবে যারা র্যাম্প ওয়াক করেন তাঁদের মধ্যেই বিপত্তির সম্মুখীন হতে হয়। ল্যাকমে ফ্যাশন উইকেই পোশাক বিভ্রান্তের সম্মুখীন হতে হল দিব্যা খোসলা কুমারকে। আচমকাই র্যাম্পে হাঁটার সময়ই খুলে গেল তাঁর লেহেঙ্গা।তারপর নিজের উপস্থিত বুদ্ধির জোরেই সামলে নেন বিষয়টিকে তিনি। আসলে দিব্যার লেহেঙ্গাটির ফিটিংস এর সমস্যা হয়েছিল। তাই র্যাম্পের মাঝেই খুলে যায় তাঁর লেহেঙ্গা। কিন্তু খুব সাবলীল ভাবে দিব্যা বিষয়টিকে সামলে নেন। প্রথমে দিব্যিয়ার মুখে অস্বস্তির ছাপ দেখা যায় কিন্তু পরে সেই ছাপ ও দূর হয়ে যায়।ভিডিও দেখতে হলে নিচের লিঙ্কটিতে ক্লিক করুন।
https://www.instagram.com/p/B8oOKUNnrGw/?utm_source=ig_embed
সেই সব পোশাক একেবারে অন্য রকম। তবে যারা র্যাম্প ওয়াক করেন তাঁদের মধ্যেই বিপত্তির সম্মুখীন হতে হয়। ল্যাকমে ফ্যাশন উইকেই পোশাক বিভ্রান্তের সম্মুখীন হতে হল দিব্যা খোসলা কুমারকে। আচমকাই র্যাম্পে হাঁটার সময়ই খুলে গেল তাঁর লেহেঙ্গা।তারপর নিজের উপস্থিত বুদ্ধির জোরেই সামলে নেন বিষয়টিকে তিনি। আসলে দিব্যার লেহেঙ্গাটির ফিটিংস এর সমস্যা হয়েছিল। তাই র্যাম্পের মাঝেই খুলে যায় তাঁর লেহেঙ্গা। কিন্তু খুব সাবলীল ভাবে দিব্যা বিষয়টিকে সামলে নেন। প্রথমে দিব্যিয়ার মুখে অস্বস্তির ছাপ দেখা যায় কিন্তু পরে সেই ছাপ ও দূর হয়ে যায়।ভিডিও দেখতে হলে নিচের লিঙ্কটিতে ক্লিক করুন।
https://www.instagram.com/p/B8oOKUNnrGw/?utm_source=ig_embed

No comments