Header Ads

'গর্ভ সংস্কার' নামে নতুন ডিপ্লোমা কোর্স চালু হচ্ছে উত্তরপ্রদেশে বিশ্ববিদ্যালয়।

নজরবন্দি ব্যুরো: রাজ্যপাল আনন্দীবেন পটেলের উদ্যোগেই উত্তরপ্রদেশের বিশ্ববিদ্যালয় মিলবে মাতৃত্বের পাঠ। গর্ভাবস্থায় মহিলারা কি পড়বে, কি খাবে, কিভাবে যত্ন নেবে নিজেকে তার শেখানো হবে। ছেলে-মেয়ে সকলেই এই কোর্সে ভর্তি হতে পারবেন বলে জানা গেছে। লখনউ বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র দুর্গেশ শ্রীবাস্তব এই নতুন কোর্স নিয়ে সংবাদমাধ্যমকে জানিয়েছেন। তিনি বলেন রাজ্যপাল আনন্দিবেন পটেল বিশ্ববিদ্যালয়গুলির আচার্য। মাতৃত্বের জন্য মেয়েদের আগে থাকতে প্রস্তুত করতেই এই কোর্সের প্রস্তাব দেন, জার্মানের একটি শিক্ষা প্রতিষ্ঠানে এরকম ব্যবস্থা রয়েছে বলে জানান তিনি। সমস্ত রকম পাঠ্যক্রম সাজানোর কাজ শেষ।
 ১৬ রকমের মূল্যবোধ শেখানো হবে পড়ুয়াদের মূলত পরিবার পরিকল্পনা, কি ধরনের পুষ্টিকর খাবার খাওয়া উচিত এইসবই শেখানো হবে, থাকবে ওয়ার্কশপের ব্যবস্থাও। এই কোর্সের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে এই রাজ্যে স্ত্রীরোগ বিশেষজ্ঞরা তারা বলেছেন যে আমাদের দেশের সংস্কৃতি এবং মূল্যবোধ অত্যন্ত সমৃদ্ধ একজন মহিলা গর্ভাবস্থায় কি ধরনের চিন্তা করছেন তার প্রভাব পড়বে সরাসরি সন্তানের উপর। এই কোর্স চালু হলে নারী এবং শিশু কল্যাণ মূলক প্রকল্প গুলি ও উপকৃত হবে। অত্যন্ত সংবেদনশীল বিষয় এটি।এই কোর্স নিয়ে পড়ুয়াদের মধ্যে উৎসাহ তৈরি হয়েছে। এরকম প্রশিক্ষণ দেওয়া হলে সন্তান ধারণের সময় তা কাজে লাগবে। এই 'গর্ভ সংস্কার' কোর্স দেশের ভবিষ্যতের পক্ষে অত্যন্ত প্রয়োজনীয়।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.