এবারের পুরনির্বাচনে তৃণমূল-বিজেপির বিরুদ্ধে লড়াই করতে হবে: বিমান বসু
নজরবন্দি ব্যুরো: সামনেই পুরসভা নির্বাচন। আর তার আগে এই রাজ্যের প্রতিটা রাজনৈতিক দল তারা ইতিমধ্যে হোমওয়ার্ক শুরু করে দিয়েছে। নির্বাচনকে সামনে রেখে গণঅর্থ সংগ্রহ করতে রাস্তায় নেমেছিল সিপিআই(এম)-এর ঝাড়গ্রাম জেলা কমিটি।
ওই মিছিলের নেতৃত্বে ছিলে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। তিনি বলেন, "তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে লড়াই করতে যাঁরা সহযোগিতা করবেন, তাঁদের সঙ্গে বোঝাপড়া করে এবছরের পৌর নির্বাচন লড়তে হবে সেই সঙ্গে পৌরভোটের অ্যাজেন্ডা হিসেবে পৌর নাগরিকদের সুযোগ-সুবিধা প্রাধান্য দেওয়া হবে।"
দলীয় কাজে ঝাড়গ্রাম এসেছেন বিমান বসু। সেখানে তিনি একটি মিটিংয়ে যোগ দেন।
আজ দলীয় কর্মীদের নিয়ে ঝাড়গ্রামের সবজি মার্কেট থেকে শুরু করে জুবলি মার্কেটের সমস্ত দোকানে অর্থ সংগ্রহ করেন তিনি। এর পাশাপাশি ওই এলাকার মানুষের সমস্যা এবং অভাব-অভিযোগ শোনেন তিনি। পৌর ভোটের আগে বিমান-বাবুর এই জনসংযোগের ফলে ঝাড়গ্রামে পৌরভোটে ভালো প্রভাব পড়বে বলে মনে করছেন বাম নেতৃত্ব। বিমানবাবু বলেন, "গতকাল জেলা সেক্রেটারির মিটিং হয়েছে। আলোচনা হয়েছে এবছরের নির্বাচনে অংশ গ্রহণ করতে হবে তৃণমূল এবং বিজেপির-র বিরুদ্ধে লড়াই করতে হবে। এই দুই দলের বিরুদ্ধে লড়াই করতে যারা সহযোগীতা করবে তাঁদের সঙ্গে সহযোগিতা মূলক ব্যবস্থা নিতে হবে।
ওই মিছিলের নেতৃত্বে ছিলে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। তিনি বলেন, "তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে লড়াই করতে যাঁরা সহযোগিতা করবেন, তাঁদের সঙ্গে বোঝাপড়া করে এবছরের পৌর নির্বাচন লড়তে হবে সেই সঙ্গে পৌরভোটের অ্যাজেন্ডা হিসেবে পৌর নাগরিকদের সুযোগ-সুবিধা প্রাধান্য দেওয়া হবে।"
দলীয় কাজে ঝাড়গ্রাম এসেছেন বিমান বসু। সেখানে তিনি একটি মিটিংয়ে যোগ দেন।

No comments