TikTok কে শুধু নিজের অনস্ক্রিন বাঙালি পুত্র কে ফলো করেন অভিনেত্রী কাজল
নজরবন্দি ব্যুরো : সেলেবদের সোশ্যাল মিডিয়াতে ফলোয়ারের সংখ্যা অসীম। কিছুদিন আগেই বলি নায়িকা কাজল টিকটকে একটি একাউন্ট খোলেন। কাজলের অ্যাকাউন্টের ফলোয়ারের সংখ্যা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন মাত্র কয়েকদিনেই তাঁর একাউন্টে ফলোয়ারের সংখ্যা দাঁড়িয়েছে ৩০ লক্ষ।কাজলের একাউন্টে লক্ষাধিক ফলোয়ার হওয়াই স্বাভাবিক তার ভক্তের সংখ্যা তো কম নয়। কিন্তু এই বলি অভিনেত্রী ও একজন কে ফলো করেন।
কিন্তু সেই ব্যক্তি কে? মাথায় নিশ্চই আসছে অনেক সেলেবের নাম। কিন্তু কাজল যাকে ফলো করেন তিনি একজন বাঙালি আর রিল লাইফে তাঁর ছেলে। হ্যাঁ কাজল জেক ফলো করেন তিনি হলেন ঋদ্ধি সেন।কাজলের টিকটিক অ্যাকাউন্ট এ তা স্পষ্ট দেখা যাচ্ছে। তবে ঋদ্ধির ও একটি টিকটক অ্যাকাউন্ট আছে তবে অবশ্য ঋদ্ধি কাউকে ফলো করেননা।অজয় দেবগন প্রযোজনা সংস্থা ও প্রদীপ সরকার পরিচালনায় ছবি 'হেলিকপ্টর ইলা' তে কাজল ছেলের ভূমিকায় অভিনয় করেছিলেন ঋদ্ধি।তাই অনস্ক্রিন পুত্রের টিকটকে নজর রাখছেন অনস্ক্রিন মা কাজল।
কিন্তু সেই ব্যক্তি কে? মাথায় নিশ্চই আসছে অনেক সেলেবের নাম। কিন্তু কাজল যাকে ফলো করেন তিনি একজন বাঙালি আর রিল লাইফে তাঁর ছেলে। হ্যাঁ কাজল জেক ফলো করেন তিনি হলেন ঋদ্ধি সেন।কাজলের টিকটিক অ্যাকাউন্ট এ তা স্পষ্ট দেখা যাচ্ছে। তবে ঋদ্ধির ও একটি টিকটক অ্যাকাউন্ট আছে তবে অবশ্য ঋদ্ধি কাউকে ফলো করেননা।অজয় দেবগন প্রযোজনা সংস্থা ও প্রদীপ সরকার পরিচালনায় ছবি 'হেলিকপ্টর ইলা' তে কাজল ছেলের ভূমিকায় অভিনয় করেছিলেন ঋদ্ধি।তাই অনস্ক্রিন পুত্রের টিকটকে নজর রাখছেন অনস্ক্রিন মা কাজল।



No comments