Header Ads

ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম টেস্ট হেরে ১০ উইকেটে হেরে কি বললেন বিরাট?

নজরবন্দি ব্যুরো: টানা তিনটি সিরিজের সাতটি ম্যাচ জেতার পর অবশেষে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম হারের মুখ দেখল টিম ইন্ডিয়া। ওয়েলিংটনে টেস্ট চ্যাম্পিয়নশিপে নিজেদের অষ্টম ম্যাচে ১০ উইকেটে পরাজিত হল বিরাটের ভারত। খেলা শেষে সাংবাদিক সম্মেলনে বিরাট বলেন 'আমরা জানি যে ভাল খেলতে পারিনি। কিন্তু, এটাকে যদি বিশাল বড় করে দেখা হয়, তবে তা মানতে পারব না। কারণ, আমরা নিজেরা তা মনে করি না। কারও কারও মনে হতেই পারে যে, এটাই পৃথিবীর শেষ. কিন্তু তা তো নয়। আমাদের কাছে এটা স্রেফ আর একটা পরাজয়। আর আমরা তা পিছনে ফেলে এসেছি।
এবং মাথা তুলেই রাখছি।' তিনি আরও বলেছেন, 'আমরা জানি যে জিততে হলে ভাল খেলতে হবে। আর তা ঘরের মাঠের ক্ষেত্রেও প্রযোজ্য। আন্তর্জাতিক পর্যায়ে তো কোনও ম্যাচই অনায়াস হয় না। সব দলই জেতার জন্য মাঠে আসে। এটাকে মেনে নিতে হবে। আর সেটার উপরই দলের চারিত্রিক দৃঢ়তা নির্ভর করে।' ২ টেস্টের সিরিজে নিউজিল্যান্ড থেকে এ বারও টেস্ট সিরিজ জিতে ফেরা হচ্ছে না ভারতের এটা ঠিক। তবে দ্বিতীয় টেস্টে সমতা ফেরানোর জন্য তাঁরা যে সর্বশক্তি দিয়ে ঝাঁপাবেন, সে কথাও মনে করিয়ে দেন ভারত অধিনায়ক।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.