Header Ads

লাখো টাকার ব্রাউন সুগার উদ্ধার শিলিগুড়িতে, পুলিশের জালে ১

কুশল দাশগুপ্ত, শিলিগুড়িঃ শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের মাটিগাড়া থানা অভিযান চালিয়ে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে উদ্ধার করল ৩০৫ গ্রাম ব্রাউন সুগার। যার আনুমানিক মূল্য কয়েক লক্ষ টাকা। এই ঘটনায় উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জের বাসিন্দা রবীন্দ্রনাথ মণ্ডলকে গ্রেপ্তার করেছে মাটিগাড়া থানার পুলিশ।
শনিবার রাতে মাটিগাড়া থানার পুলিশের কাছে খবর আসে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের কাছে এফসিআই কার্যালয় সংলগ্ন এলাকায় এক ব্যক্তি ব্রাউন সুগার নিয়ে কাস্টমারের জন্য অপেক্ষারত। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে তৎক্ষণাৎ অভিযান চালায় মাটিগাড়া থানার সাদা পোশাকের পুলিশ বাহিনী। পুলিশের হাতে পাকড়াও হয় রবীন্দ্রনাথ মন্ডল ওরফে রবি। রবীন্দ্রনাথ মন্ডল কোথা থেকে ৩৫০ গ্রাম ব্রাউন সুগার সংগ্রহ করে বিক্রি করতে এসেছিল তার তদন্ত শুরু করেছে মাটিগাড়া থানার পুলিশ। পাশাপাশি এই ব্রাউন সুগার কোথায় পৌঁছে দেওয়ার চেষ্টা চালানো হচ্ছিল ধৃতকে জেরা করে তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। ধৃতকে রবিবার শিলিগুড়ি আদালতে তোলা হয়।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.