Header Ads

টলিপাড়ায় চলেছে আর্টিস্ট ফোরামের সভাপতি নির্বাচনের ভোটযুদ্ধ

নজরবন্দি ব্যুরো : আজ সভাপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়ে গেছে ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচারস আর্টিস্ট ফোরামের। এই নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছে সাজ সকাল ৮ টা থেকে এই প্রক্রিয়া চলবে সন্ধে পর্যন্ত।

 এইবার সভাপতি পদে প্রার্থীরা হলেন ভরত কল, শংকর চক্রবর্তী, অঞ্জনা বসু ,পার্থসারথি দেব। জয়ী প্রার্থীদের ওপর দায়িত্ব থাকবে আর্টিস্ট ফোরামের। এই ভোট উৎসব পালিত হচ্ছে যোধপুর পার্ক বয়েজ স্কুলে। আড়াই হাজারের ও বেশি ভোটার ভোট সংগ্রহ করবে। এর আগে আর্টিস্ট ফোরামের সভাপতি ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।দুবছর এই পদে ছিলেন তিনি। অবশেষে তিনি ইস্তফা দেন। সেই কারণেই এই নির্বাচন। প্রসেনজিৎ এর ইস্তাফার পর এই সভাপতির পদের জন্য অরিন্দম গঙ্গোপাধ্যায় ও জিতের কাছে প্রস্তাব দেওয়া হয়েছিল।
 কিন্তু তাঁরা দিজনেই ব্যক্তিগত কারণে মানা করে দেয়। তারপরেই এই চার জন কে মনোনীত করা হয়। অভিনেতা ঋতব্রত মুখার্জি বলেছে 'আমি এই প্রথম আর্টিস্ট ফোরামে ভোট দিলাম ,নির্বাচনের প্রয়োজন রয়েছে বলা আমি মনে করি '।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.