Header Ads

স্বর্ণমন্দিরে বন্ধ হল সেলফি ও টিকটক ভিডিও করা।

নজরবন্দি ব্যুরোঃ আজকের দিনে টিকটক একটা ফ্যাশান হয়ে দাঁড়িয়েছে। ট্রেনে,বাসে,ঘুরতে গিয়ে সমস্ত জায়গাতেই সেলফি তুলতে এবং টিকটক করতে দেখা যায় একাধিক মানুষকে। না হলে বেরানোটা যেন অসম্পূর্ণ রয়ে যায়। কিন্তু এবার থেকে স্বর্ণমন্দিরে সেলফি তোলাতে আর টিকটক ভিডিওতে নিষেধাজ্ঞা জারি করলো শিরোমণি গুরুদ্বার প্রবন্ধক কমিটি। সম্প্রতি, তিন তরুণীর স্বর্ণমন্দিরে ভিতরে নাচের একটি ভিডিও ভাইরাল হয়েছিল নেটদুনিয়ায়।এই ভিডিও টি ভাইরাল হওয়ার পরেই শিখরা সিদ্ধান্ত নিয়েছে মন্দিরের ভিতরে কোন রকম নাচ-গান এবং ফোটো তোলা যাবে না। এতে পবিত্র স্থানের ঐতিহ্য নষ্ট হচ্ছে।
গত শনিবার থেকে মন্দিরের ভিতর পোস্টার লাগিয়ে দেওয়া হয়েছে কমিটির পক্ষ থেকে। সেখানে পরিষ্কার ভাবে বলে দেওয়া হয়েছে মন্দিরের অন্দরে টিকটক ভিডিও শুট করা নিষিদ্ধ। অকাল তখতের প্রধান জিয়ানি হরপ্রীত সিং বলেছিলেন আমরা চাই সকলে সুষ্ঠভাবে মন্দির দর্শন করুন। আমারা মন্দিরেরে ভিতরে মোবাইল নিষিদ্ধ করতে চাইনা। কিন্তু দর্শনকারীরা এই ভাবে ভিডিও বানাচ্ছে, তাতে আমারা মন্দির চত্বরে মোবাইল নিয়ে প্রবেশে নিষেঘাজ্ঞা জারি করার কথা ভাবতে বাধ্য হচ্ছি। তিনি আরও জানান, মন্দিরের কোন কর্মীরা কাউকে টিকটক ভিডিও করতে বাড়ন করলে কর্মীরদের সাথে দুর্ব্যবহার করা হয়। এই সব কারণে স্বর্নমন্দিরের ভিতরে সেলফি তোলা এবং টিকটক বানানোতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.