Header Ads

ছত্তিশগড়ে মওবাদী-সেনা গুলির লড়াইয়ে খতম এক মাওবাদী, মৃত ২ সেনা

নজরবন্দি ব্যুরোঃ সাতসকালে ছত্তিশগড়ে মাওবাদী ও নিরাপত্তারক্ষীদের তীব্র গুলির লড়াই। গুলিতে এক খতম হয়েছে মাওবাদী। মাওবাদীদের ছোঁড়া গুলিতে গুলিবিদ্ধ হন দুই সিআরপিএফ জওায়ান। পরে তাঁদের দুজনেরই মৃত্যু হয়। ঘটনায় এলাকায় হাই অ্যালার্ট জারি করা করেছে। রীতিমত আতঙ্কিত এলাকার বাসিন্দারা।
প্রশাসন সূত্রে খবর বস্তার ডিভিশনের একটি গ্রামে কয়েকজন মাওবাদী লুকিয়ে রয়েছে বলে রবিবার রাতে খবর আসে। খবর পাওয়া মাত্রই জঙ্গলে তল্লাশি অভিযানে নামেন কোবরা বাহিনীর জওয়ানরা। সোমবার সকালেও চলছিল অভিযান। সেনা জওয়ানরা স্থানীয় ইরাপল্লী গ্রামের কাছে যখন টহল দিচ্ছিলেন সেই সময়ে আচমকা জঙ্গলের মধ্যে থেকে গুলি চালাতে শুরু করে মাওবাদীরা।
কোবরা জওয়ানরাও পাল্টা গুলি চালাতে শুরু করেন। বেশ কিছুক্ষণ দুপক্ষের মধ্যে গুলি যুদ্ধ চলতে থাকে। পরে অবস্থা বেগতিক দেখে পালিয়ে যায় মাওবাদীরা। গুলিবিদ্ধ হন দুই সেনা জওয়ান। পরে দুজনেরই মৃত্যু হয়। অন্যদিকে এক মাওবাদীর মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। এলাকার কাছাকাছি মাওবাদীরা গা ঢাকা দিয়ে থাকতে পারে বলে মনে করছেন সেনা জওয়ানরা। তাদের জঙ্গলে তল্লাশি চালানো হচ্ছে।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.