Header Ads

নারদা কাণ্ডে চার্জশিট, অধ্যক্ষের অনুমতি পাওয়া নিয়ে প্রশ্ন

নজরবন্দি ব্যুরো: নারদ ঘুষ কাণ্ডে কবে চার্জশিট জমা পড়বে, এটাই এখন বড় প্রশ্ন। এবার এই সংক্রান্ত বিষয় জানতে চেয়ে সিবিআই-কে চিঠি দিয়েছিল এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট (ইডি)।
সেই চিঠির উত্তর দিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। আর তার পরেই প্রকাশ্যে আসে চাঞ্চল্যকর তথ্য। কারণ হিসেবে সিবিআই ওই চিঠিতে ইডি-কে জানিয়েছে নারদকাণ্ডে অভিযুক্ত ৪ সাংসদের নামে চার্জশিট দিতে চেয়ে লোকসভার অধ্যক্ষের কাছে অনুমতি চাওয়া হয়েছিল। কিন্তু এখনও পর্যন্ত লোকসভার অধ্যক্ষ ওই চার সাংসদের নাম চার্জশিটে অন্তর্ভুক্তির অনুমতি দেননি।
ওই সূত্রের আরও দাবি, চারজন সাংসদ হলেন, কাকলি ঘোষ দস্তিদার, সৌগত রায়, শুভেন্দু অধিকারী ও প্রসূন বন্দ্যোপাধ্যায়।
এই প্রসঙ্গে আরও জানা গিয়েছে, ইতিমধ্যেই তাঁরা লোকসভার অধ্যক্ষকে তিনবার রিমাইন্ডার দিয়ে চিঠিও দিয়েছে। তবুও কোনও উত্তর মেলেনি। ফলে কবে নারদকাণ্ডে চার্জশিট পেশ করা সম্ভব সেটা জানে না সিবিআই। যদিও এই চিঠির প্রসঙ্গে প্রকাশ্যে সিবিআই বা ইডি কোনও তরফে কিছুই জানান হয় নি। 
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.