Header Ads

করোনা মোকাবিলায় চিনের পাশে ভারত

নজরবন্দি ব্যুরোঃ করোনার জেরে কার্যত শ্মশানের চেহারা নিয়েছে চিন। এখনও পর্যন্ত ৮০০র বেশি মানুষের মৃত্যু হয়েছে। করোনায় আক্রান্ত ৩৭ হাজারের বেশি মানুষ। দেশে বড়সড় বিপর্যয় তৈরি হয়েছে। এরমাঝে করোনার মোকাবিলায় চিনকে যে কোন ধরনের সাহায্য করতে ভারত প্রস্তুত। এমনটাই আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ফোনে কথা করেন মোদী। তিনি শি জিনপিংয়ে কে জানিয়েছেন চিনের জনগণের পাশে আছে ভারত। এই মহামারীর বিষয়টি নিয়ে শোকপ্রকাশও করেছেন প্রধানমন্ত্রী। করোনার কেন্দ্রস্থল হুবেই প্রদেশ থেকে ভারতীয় নাগরিকদের সরিয়ে নেওয়ার জন্য চিনের সরকারের প্রশংসা করেন মোদী।
প্রসঙ্গত বলে রাখা ভাল এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৩৭,১৯৮। এর আগে চিনে সার্সের প্রাণহানির সংখ্যাকেও ছাড়িয়ে গিয়েছে।সে সময় চিনে মৃতের সংখ্যা ছিল সরকারি হিসেব অনুযায়ী ৭৭৪ জনের। এবার টা অনেক ছাড়িয়ে গিয়াছে।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.